ঢাকার এই ৯ স্থানে আজ মারাত্মক দূষণ, সুরক্ষায় কী করবেন
Published: 12th, November 2025 GMT
বায়ুদূষণে আজ বুধবার সকালে বিশ্বের ১২৭ নগরীর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। গতকাল এ সময় রাজধানীর অবস্থান ছিল চতুর্থ। আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকার বায়ুর মান ২৩৩। বায়ুর এ মানকে খুব অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। গতকাল প্রায় এই সময় বায়ুর মান ছিল ২২১। নগরীর আট স্থানে আজ দূষণ পরিস্থিতি খুব খারাপ। সেসব এলাকায় গেলে মাস্ক পরাসহ কিছু নিয়ম মানা জরুরি।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
বায়ুদূষণে গতকালের মতো আজও শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ৭৯৮। দ্বিতীয় পাকিস্তানের লাহোর, স্কোর ২৬৪।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানীকে ছাপিয়ে যাচ্ছে ঢাকার বাইরের শহরগুলোর দূষণ।
রাজধানীর নয় এলাকায় দূষণ বেশি
রাজধানীর নয় এলাকায় আজ বায়ুদূষণ পরিস্থিতি অনেক খারাপ। এর মধ্যে মহাখালীর আইসিডিডিআরবির ক্যাম্পাসে বায়ুর মান ২৬৭, মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ে ২৬০, দক্ষিণ পল্লবীতে ২৪৮, বেচারাম দেউড়ীতে ২৩৩, কল্যাণপুরে ২৩৩, গুলশানের বে’জ এজ ওয়াটার ২৩০, গ্রেস ইন্টারন্যাশনা স্কুলে ২০২, গোরানে ১৯৫ এবং পীরেরবাগ রেললাইনে ১৮০।
দূষণ রোধে যা করবেন
পুরো নগরীর বায়ুর মান আজ খারাপ। এই নগরীতে আজ বায়ুর যে মান, তাতে অবশ্যই যেকোনো ব্যক্তিকে বাড়ির বাইরে গেলে মাস্ক পরে যেতে হবে। খোলা স্থানে শরীরচর্চা বন্ধ রাখতে হবে। জানালা বন্ধ রাখতে হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘হেড অব ব্র্যান্ড’ নিয়োগ দেবে পূবালী ব্যাংক
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংকে ‘হেড অব ব্র্যান্ড’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন করতে প্রয়োজন হবে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৫।
চাকরির বিবরণ—
পদের নাম: হেড অব ব্র্যান্ড
পদসংখ্যা: ০১
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
আরও পড়ুনট্রাফিক সহায়কের খণ্ডকালীন চাকরি, শিক্ষার্থীদের সুবিধার থেকে শঙ্কা বেশি ১১ নভেম্বর ২০২৫শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীর মাস্টার্স ডিগ্রিসহ ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের GPA বা CGPA থাকলে আবেদনযোগ্য হবেন না। বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সমমান সার্টিফিকেট থাকতে হবে।
আর্থিক প্রতিষ্ঠান বা বহুজাতিক কোম্পানিতে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে Head/Deputy Head of Brand বা সমমানের পদে সফলভাবে কাজ করার প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুনবেসরকারি সংস্থায় ট্রেইনার পদে নিয়োগ, মাসিক বেতন ৪৫০০০১৬ ঘণ্টা আগেবেতন ও সুবিধা
আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
বয়সসীমা
৩১ অক্টোবর ২০২৫ তারিখে সর্বোচ্চ ৫০ বছর।
আবেদনের নিয়ম
আবেদনপত্রে কাঙ্ক্ষিত পদের নাম উল্লেখ করে তাদের সিভি এবং প্রয়োজনীয় কাগজপত্র জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, পূবালী ব্যাংক পিএলসি, ২৬ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
৩০ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৬টা।
চাকরির বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.pubalibangla.com](https://www.pubalibangla.com
আরও পড়ুনমানবিক বিভাগ থেকে পড়েও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শাহীন আক্তারের গল্প যেন অনুপ্রেরণার ১১ নভেম্বর ২০২৫