রবীন্দ্র জাদেজা, স্যাম কারেন ও সঞ্জু স্যামসন!

এই তিন তারকাকে ঘিরে এখন সরগরম আইপিএল। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে চলছে বড়সড় এক ট্রেডের আলোচনা।

ক্রিকেটবিষয়ক প্ল্যাটফর্ম ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজের খবরে জানা গেছে, চেন্নাইয়ের দুই অলরাউন্ডার জাদেজা ও কারেনের বিনিময়ে রাজস্থান পাচ্ছে উইকেটকিপার–ব্যাটসম্যান স্যামসনকে। এই অদলবদল হলে আইপিএলের ইতিহাসে সেটি হবে অন্যতম বড় ট্রেড।

ক্রিকবাজ জানিয়েছে, কোনো ট্রেড আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হতে সাধারণত ৪৮ ঘণ্টা সময় লাগে। ফলে এই অদলবদল কার্যকর হতে আরও দু-এক দিন লাগতে পারে।
বিসিসিআই এখনো জানে না কিছু

এই পুরো প্রক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সংশ্লিষ্টতা বাধ্যতামূলক। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে আইপিএল কর্তৃপক্ষ বা বিসিসিআইকে কিছু জানায়নি। এক শীর্ষ বিসিসিআই কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘বিষয়টি এখনো আমাদের দৃষ্টিগোচর হয়নি।’ দুই দলেরই এক কর্মকর্তা একই তথ্য নিশ্চিত করেছেন।

খেলোয়াড়দের সম্মতি নেওয়া হয়েছে

এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা জানিয়েছেন, ‘তিন খেলোয়াড়ের কাছ থেকেই সম্মতি নেওয়া হয়েছে এবং এক্সপ্রেশন অব ইন্টারেস্ট প্রক্রিয়া শুরু হয়েছে। তিনজনই স্বাক্ষর করেছেন, তবে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে।’

২০২৬ আইপিএলে ধোনি ও স্যামসনকে একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জাদেজা, কারেন, স্যামসন—তাঁদের নিয়ে চেন্নাই ও রাজস্থানের মধ্যে হচ্ছেটা কী

রবীন্দ্র জাদেজা, স্যাম কারেন ও সঞ্জু স্যামসন!

এই তিন তারকাকে ঘিরে এখন সরগরম আইপিএল। চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে চলছে বড়সড় এক ট্রেডের আলোচনা।

ক্রিকেটবিষয়ক প্ল্যাটফর্ম ইএসপিএনক্রিকইনফো ও ক্রিকবাজের খবরে জানা গেছে, চেন্নাইয়ের দুই অলরাউন্ডার জাদেজা ও কারেনের বিনিময়ে রাজস্থান পাচ্ছে উইকেটকিপার–ব্যাটসম্যান স্যামসনকে। এই অদলবদল হলে আইপিএলের ইতিহাসে সেটি হবে অন্যতম বড় ট্রেড।

ক্রিকবাজ জানিয়েছে, কোনো ট্রেড আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হতে সাধারণত ৪৮ ঘণ্টা সময় লাগে। ফলে এই অদলবদল কার্যকর হতে আরও দু-এক দিন লাগতে পারে।
বিসিসিআই এখনো জানে না কিছু

এই পুরো প্রক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সংশ্লিষ্টতা বাধ্যতামূলক। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে আইপিএল কর্তৃপক্ষ বা বিসিসিআইকে কিছু জানায়নি। এক শীর্ষ বিসিসিআই কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘বিষয়টি এখনো আমাদের দৃষ্টিগোচর হয়নি।’ দুই দলেরই এক কর্মকর্তা একই তথ্য নিশ্চিত করেছেন।

খেলোয়াড়দের সম্মতি নেওয়া হয়েছে

এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা জানিয়েছেন, ‘তিন খেলোয়াড়ের কাছ থেকেই সম্মতি নেওয়া হয়েছে এবং এক্সপ্রেশন অব ইন্টারেস্ট প্রক্রিয়া শুরু হয়েছে। তিনজনই স্বাক্ষর করেছেন, তবে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে।’

২০২৬ আইপিএলে ধোনি ও স্যামসনকে একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে

সম্পর্কিত নিবন্ধ