দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাই শেষ। আর্জেন্টিনা ও ব্রাজিল দুই মাস আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে। এখন আন্তর্জাতিক বিরতিতে প্রস্তুতি নেওয়ার উপলক্ষ তাদের। সে জন্য বিশ্বজুড়ে প্রীতি ম্যাচ খেলে বেড়াবে আর্জেন্টিনা ও ব্রাজিল। এ মাসে প্রীতি ম্যাচগুলোর জন্য নিজেদের দলও ঘোষণা করেছে দুই দল।

আন্তর্জাতিক বিরতিতে সাধারণত দুটি করে প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা ও ব্রাজিল। গত অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও এশিয়া সফরে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দুই করেই ম্যাচ খেলেছে।

কিন্তু বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার সূচিতে এসেছে পরিবর্তন। ইউরোপ সফরে ভিনিসিয়ুস-কাসেমিরোরা দুটি ম্যাচ খেলতে চললেও আফ্রিকা সফরে মেসি-ওতামেন্দিরা খেলবেন একটি ম্যাচ।

অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে মেসি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

বিজিবি মোতায়েন হলো ঢাকা ও আশপাশের জেলায়

রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে বিজিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামীকাল বৃহস্পতিবার ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে। তা ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এই কর্মসূচির দিন, ১৩ নভেম্বর নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। গত দুই দিনে ঢাকায় কয়েকটি বাসে আগুন ও বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘিরে জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে গতকাল সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী।

অন্তত তিন দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে আজ বিজিবি মোতায়েনের খবর এল।

২০২৪ সালে আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হতে পারে দ্রুত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এ অবস্থায় ১০ থেকে ১৩ নভেম্বর জেলায় জেলায় বিক্ষোভ এবং ১৩ নভেম্বর লকডাউনের ডাক দিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ