‘সন্ত্রাসবাদে মৃত্যুদণ্ড’—ফিলিস্তিনিদের নিশানা করে ইসরায়েলি পার্লামেন্টে বিতর্কিত আইন অনুমোদন
Published: 12th, November 2025 GMT
‘সন্ত্রাসবাদের’ অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করতে বিতর্কিত একটি বিল প্রথম দফার ভোটে অনুমোদন দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট।
১২০ সদস্যের নেসেটে গত সোমবার উগ্র দক্ষিণপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির প্রস্তাবিত এ দণ্ডবিধির সংশোধনী ৩৯–১৬ ভোটে গৃহীত হয়েছে। এতে এ বিলের প্রতি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সমর্থন থাকারই ইঙ্গিত পাওয়া যায়।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত আইনের খসড়ায় উল্লেখ আছে, যাঁরা ‘জাতিগত বিদ্বেষবশত’ ইসরায়েলিদের হত্যা করবেন এবং ‘ইসরায়েল রাষ্ট্র বা ইহুদি জাতির নিজ ভূমিতে পুনর্জাগরণে আঘাত করার উদ্দেশ্যে’ এমন কাজ করবেন; তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া যাবে।
সমালোচকেরা বলছেন, এ আইনের ভাষা এমনভাবে সাজানো হয়েছে যে বাস্তবে এটি প্রায় একচেটিয়াভাবে সেই ফিলিস্তিনিদের ওপর প্রযোজ্য হবে, যাঁরা ইসরায়েলি নাগরিক হত্যা করেছেন। কিন্তু ইসরায়েলি চরমপন্থীরা যদি ফিলিস্তিনিদের ওপর হামলা চালান, তাঁদের ক্ষেত্রে এ আইন প্রযোজ্য হবে না।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে ইসরায়েলের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
এখানে রাখঢাকের কিছু নেই যে সংখ্যাগরিষ্ঠ ৩৯ ইসরায়েলি পার্লামেন্ট সদস্য প্রথম দফায় এমন একটি বিল অনুমোদন করেছেন, যা কার্যত শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধেই মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করে।এরিকা গুয়েভারা রোসাস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ পরিচালকসংস্থার গবেষণা, নীতি ও প্রচারবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস বলেন, ‘এখানে রাখঢাকের কিছু নেই যে সংখ্যাগরিষ্ঠ ৩৯ ইসরায়েলি পার্লামেন্ট সদস্য প্রথম দফায় এমন একটি বিল অনুমোদন করেছেন, যা কার্যত শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধেই মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করে।’
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনিদের বাসে করে নেওয়া হচ্ছে। এ সময় শত শত ফিলিস্তিনি তাঁদের স্বাগত জানান। ১৩ অক্টোবর ২০২৫, খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল র
এছাড়াও পড়ুন:
বিজিবি মোতায়েন হলো ঢাকা ও আশপাশের জেলায়
রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে বিজিবির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামীকাল বৃহস্পতিবার ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে। তা ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এই কর্মসূচির দিন, ১৩ নভেম্বর নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। গত দুই দিনে ঢাকায় কয়েকটি বাসে আগুন ও বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘিরে জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে গতকাল সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী।
অন্তত তিন দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে আজ বিজিবি মোতায়েনের খবর এল।
২০২৪ সালে আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হতে পারে দ্রুত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এ অবস্থায় ১০ থেকে ১৩ নভেম্বর জেলায় জেলায় বিক্ষোভ এবং ১৩ নভেম্বর লকডাউনের ডাক দিয়েছে।