ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলেম শহরে জাতিসংঘের জলবায়ু-সংক্রান্ত সম্মেলন বা কপ-৩০-এর সম্মেলনস্থলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা।

এ সময় স্থানীয় আদিবাসী ও অ-আদিবাসী বিক্ষোভকারীদের একটি দল সম্মেলনস্থলেও হামলা চালায়। তখন কয়েক ডজন নারী-পুরুষ দৌড়ে সম্মেলনস্থলের মেটাল ডিটেক্টর ভেদ করে ব্লু জোনে ঢুকে পড়েন। তাঁদের মধ্যে কয়েকজন উজ্জ্বল রঙের পালকের টুপি পরে ছিলেন।

তখন জাতিসংঘের নিরাপত্তারক্ষীরা তাঁদের থামাতে ছুটে যান। তাঁদের ধরে ফেলেন। এ সময় বিক্ষোভকারীরা তাঁদের ধাক্কা দেন। চিৎকার করতে থাকেন। বিক্ষোভে একজন অ-আদিবাসী পুরুষ একটি ব্যানার ধরে ছিলেন। ব্যানারে লেখা ছিল, ‘আমাদের বন বিক্রির জন্য নয়’। অন্যদের পরনের টি-শার্টে লেখা ছিল ‘জুন্তোস’। স্প্যানিশ এই শব্দের বাংলা করলে দাঁড়ায় ‘একসঙ্গে’।

আরও পড়ুনজলবায়ু পরিবর্তনের প্রভাব অস্বীকারকারীদের ‘নতুন করে পরাজিত করার’ আহ্বান লুলার১১ নভেম্বর ২০২৫

বিক্ষোভকারীরা সেখানে ব্যানার নাড়াতে থাকেন। জোর করে সরিয়ে দেওয়ার আগপর্যন্ত সম্মেলনস্থলে নানা স্লোগান দেন। এ বিষয়ে জাতিসংঘের জলবায়ু-বিষয়ক মুখপাত্র জানান, এ ঘটনায় দুজন নিরাপত্তারক্ষী সামান্য আহত হয়েছেন। সম্মেলনস্থলের সামান্য ক্ষতি হয়েছে।

সংঘর্ষের পর বিক্ষোভকারীরা সম্মেলনস্থল ছেড়ে চলে যান। পরে ফায়ার সার্ভিসের পোশাকধারী কর্মকর্তারা প্রবেশপথ ঘেরাটোপ দিয়ে আটকে দেন।

গ্লোবাল ইয়ুথ কোয়ালিশনের প্রতিনিধি অগাস্টিন ওকানা এপিকে বলেন, সম্মেলনস্থলে বিক্ষোভকারীদের মধ্যে আদিবাসীরাও ছিলেন। ভেতরে ঢুকে তাঁরা স্লোগান দিয়েছেন—‘আমাদের ছাড়া তারা আমাদের জন্য সিদ্ধান্ত নিতে পারবে না।’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অগাস্টিন আরও বলেন, তিনি প্রবেশপথের কাছে জিনিসপত্র রাখার ছোট প্লাস্টিকের বাক্স দিয়ে বিক্ষোভকারী ও নিরাপত্তারক্ষীদের একে অপরকে আঘাত করতে দেখেছেন। তখন একজন নিরাপত্তারক্ষীর মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।

আরও পড়ুনপুরোনো ব্যর্থতা শুধরে নিতে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন০৯ নভেম্বর ২০২৫

এই অনুপ্রবেশের (সম্মেলনস্থলে) জন্য কে বা কারা জড়িত, সেটা স্পষ্ট নয়। তবে অন্তত একজন পর্যবেক্ষক এ ঘটনায় বিস্মিত হয়েছেন। তিনি পানামার জলবায়ু আলোচক জুয়ান কার্লোস মন্টেরে গোমেজ। তিনি বলেন, ‘অবশেষে এখানে কিছু একটা ঘটেছে।’

জাতিসংঘের মুখপাত্র বলেন, ব্রাজিল আর জাতিসংঘের নিরাপত্তারক্ষীরা সব ধরনের প্রটোকল মেনে সম্মেলনস্থলকে সুরক্ষিত রাখতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছেন। এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে সম্মেলনস্থল পুরোপুরি সুরক্ষিত আছে।

আরও পড়ুনজলবায়ু সম্মেলনে অংশ নিতে ব্রাজিল যাচ্ছে সাতক্ষীরার নওশীন ও নুর১০ নভেম্বর ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ঘর ষ জলব য়

এছাড়াও পড়ুন:

সিরিয়ার জন্য সবকিছু করার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প

সিরিয়াকে সফল করার জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে ঐতিহাসিক আলোচনার পর তিনি এ ঘোষণা দিয়েছেন।

আহমেদ আল-শারার সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার কমান্ডার ছিলেন। যুক্তরাষ্ট্র তাকে বিদেশী সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল। তবে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে তিনি নিজেকে একজন মধ্যপন্থী নেতা হিসেবে চিত্রিত করার চেষ্টা করছেন। তিনি তার যুদ্ধবিধ্বস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং কয়েক দশক ধরে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান ঘটাতে চান।

ওয়াশিংটন সফরে শারার অন্যতম প্রধান লক্ষ্য ছিল কঠোরতম মার্কিন নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণরূপে অপসারণের জন্য চাপ দেওয়া। ট্রাম্পের সাথে রুদ্ধদ্বার বৈঠকের সময়, মার্কিন ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞাগুলো কার্যকর করার স্থগিতাদেশের মেয়াদ ১৮০ দিনের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছে।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প শারাকে একজন ‘শক্তিশালী নেতা’ হিসেবে প্রশংসা করেন এবং তার প্রতি আস্থা প্রকাশ করেন। 

ট্রাম্প বলেছেন, “সিরিয়াকে সফল করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।”

শারার বিতর্কিত অতীতকে সমর্থন করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমাদের সবারই কঠিন অতীত ছিল।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ৩০ সেকেন্ডে ভাঙলেন ৬৫ শসা
  • ট্রাম্পের বিজয়ের এক বছরের মধ্যেই সবখানে প্রতিরোধ
  • কুমিল্লা থেকে আলোচিত মামুন হত্যার অভিযোগে গ্রেপ্তার ২
  • কপ৩০: ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তা নিয়ে আলোচনা
  • সিরিয়ার জন্য সবকিছু করার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প
  • কপ৩০: জেন্ডার ন্যায়বিচারের প্রতিশ্রুতি কোথায় হারিয়ে গেল
  • ভিসা–জটিলতায় কপ৩০ সম্মেলনে যেতে পারল না নওশীন ও নুর
  • জলবায়ু বিপর্যয়ে এক দশকে ২৫ কোটি মানুষ বাস্তুচ্যুত
  • পুরোনো ব্যর্থতা শুধরে নিতে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন