বাংলাদেশ ব্যাংকের নিখোঁজ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার
Published: 12th, November 2025 GMT
তিন দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাইম রহমানকে মাদারীপুরের এক আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের পুরান বাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাঁকে উদ্ধার করা হয়।
এর আগে গত রোববার সকালে রাজধানীর মতিঝিল এলাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান শাখা থেকে বের হয়ে নিখোঁজ হন নাইম রহমান।
উদ্ধার অভিযানে মাদারীপুর সদর থানার পুলিশ সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তার মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করার খবর পান তাঁরা। পরে তাঁকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তার নিখোঁজের ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাই তাঁকে ওই থানায় হস্তান্তর করা হবে। তিনি মাদারীপুরে নিজে থেকেই আত্মগোপনে ছিলেন। তবে কেন এমনটি করলেন, তা এখনো জানা যায়নি।
আবাসিক হোটেলটির ব্যবস্থাপক নটরাজ সরকার বলেন, ওই ব্যক্তি (নাইম রহমান) এক দিন আগে চাকরির সন্ধানে এসেছেন বলে হোটেলে অবস্থান করছিলেন।
নাইম রহমান সপরিবার রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় থাকেন। তাঁর নিখোঁজের ঘটনায় বাবা সাজ্জাদ রহমান মিরপুর মডেল থানায় গত সোমবার একটি জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, রোববার সকাল ১০টায় তাঁর ছেলে নাইম রহমান উত্তর পীরেরবাগের বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার অফিসে যাওয়ার পর আর বাসায় ফেরেনি।
বাংলাদেশ ব্যাংক ও পুলিশ জানায়, নিখোঁজ নাইম রোববার অফিসে গিয়েছিলেন। দুপুর ১২টার পর অফিসে ব্যাগ ও আইডি কার্ড রেখে নিরুদ্দেশ হন। দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি নিজের ব্যাচের এক সহকর্মীকে সর্বশেষ বার্তা দেন। এতে তিনি নিজের ছোট বোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে লেখেন, ‘এটিই হয়তো আমার শেষ চাওয়া।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা ও আশপাশ এলাকায় বিজিবি মোতায়েন
জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তায় বিজিবির সদস্যরা কাজ করবেন।”
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ আগামী ১৩ নভেম্বর জানাবেন আদালত।
এদিকে, ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরপর রাজধানী ঢাকা, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকা ও আশপাশ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা