হলিউড অভিনেত্রী সালি কর্কল্যান্ড মারা গেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি এ খবর প্রকাশ করে।

সালির মুখপাত্র মাইকেল গ্রিন ভ্যারাইটি-কে জানান, কর্কল্যান্ড গতকাল ভোরে ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে মারা গেছেন। গত অক্টোবরে গোসল করার সময় পড়ে গিয়ে পাঁজর ও পায়ে আঘাত পান। গত সপ্তাহে তাকে হসপিস কেয়ারে নেওয়া হয়। এর আগেও হাড়ের সমস্যায় ভুগেছেন সালি; পরবর্তীতে রক্তপ্রবাহেও তা ছড়িয়ে পড়ে, পাশাপাশি তার ডিমেনশিয়া ধরা পড়েছিল। 

আরো পড়ুন:

জ্যাকি চ্যানের মৃত্যুর গুঞ্জনে যা জানা গেল

‘জেমস বন্ড’ সিরিজের পরিচালক মারা গেছেন

গোল্ডেন গ্লোব পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সালি কর্কল্যান্ড নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। লি স্ট্রাসবার্গের সঙ্গে অভিনয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি। অফ-ব্রডওয়ে প্রোডাকশনস ও অ্যাভান্ট-গার্ড থিয়েটার দিয়ে ক্যারিয়ার শুরু করেন কর্কল্যান্ড। পরে অ্যান্ডি ওয়ারহলের ফ্যাক্টরিতে যোগ দেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দ্য ১৩ মোস্ট বিউটিফুল উইমেন’। অ্যান্ডি ওয়ারহল নির্মিত এ সিনেমা ১৯৬৪ সালে মুক্তি পায়। এরপর ‘ব্লু’ এবং ‘কামিং অ্যাপার্ট’ সিনেমায় অভিনয় করেন।  

সত্তর দশকে ‘কোজাক’, ‘বারেটা’, ‘থ্রিস কোম্পানি’ সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেন কর্কল্যান্ড। তাছাড়া ‘দ্য ওয়ে উই ওয়ার’, ‘সিন্ড্রেলা লিবার্টি’, দ্য সিটিং’, ‘আ স্টার ইজ বর্ন’ এর মতো বিখ্যাত চলচ্চিত্রে ছোট চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে।  

১৯৮৪ সালে ‘ফেইটল গেমস’ সিনেমায় প্রথম প্রধান চরিত্র অভিনয় করে কর্কল্যান্ড। ১৯৮৭ সালে ‘আনা’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ সিনেমার জন্য অস্কারে মনোনয়ন পান এই অভিনেত্রী। এরপর ‘জেএফকে’, ‘ব্রুস অলমাইটি’, ‘হোপ ফর দ্য হলিডেস’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন এই তারকা। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

গলায় ছুরিকাঘাত নিয়ে তিন কিলোমিটার পথ পাড়ি দেন অটোরিকশাচালক, পরে মৃত্যু

রাজশাহীর মোহনপুরে এক অটোরিকশাচালক গলায় ছুরিকাঘাত নিয়ে প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে একটি বাজারে পৌঁছান। তবে সেখানে গিয়ে তিনি কিছু বলতে পারেননি। কারা তাঁর গলা কেটেছে বা তাদের নিয়ে কোনো তথ্য তিনি জানাতে পারেননি। পরে গতকাল শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওই অটোরিকশার চালকের নাম ফজলুর রহমান (৩৫)। তাঁর বাড়ি তানোর উপজেলার অমৃতপুর গ্রামে। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিতে তাঁর গলায় ছুরিকাঘাত করা হয়।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাশ্বের হোসেন খান বলেন, গতকাল সন্ধ্যার পর মোহনপুরের শিয়ালকোলা এলাকায় রিকশাচালক ফজলুর রহমানের গলায় ছুরিকাঘাত করা হয়। এরপর তিনি নিজেই অটোরিকশা চালিয়ে প্রায় তিন কিলোমিটার দূরের কেশরহাট বাজারে যান। স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকেরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

এই পুলিশ কর্মকর্তা জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ফজলুর রহমানের মরদেহের ময়নাতদন্ত হবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। স্বজনেরা থানায় আসার পর এ বিষয়ে হত্যা মামলা করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • নুটেলা ব্রেডের রেসিপি
  • ৫ ক‌্যাচ ছেড়ে আয়ারল‌্যান্ডের ৮ উইকেট নিল বাংলাদেশ
  • বিপিএলের নিলামের আদ‌্যোপান্ত
  • অপর্ণা কোথায়
  • কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা নিয়ে ওমর আবদুল্লাহ-বিজেপি কাজিয়া তীব্র হচ্ছে
  • পার্বতীপুর-সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইনের ১৭ কিলোমিটারের তার চুরি
  • আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ
  • ‘জেমস বন্ড’ সিরিজের পরিচালক মারা গেছেন
  • গলায় ছুরিকাঘাত নিয়ে তিন কিলোমিটার পথ পাড়ি দেন অটোরিকশাচালক, পরে মৃত্যু