জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটে চারটির বেশি প্রশ্ন রাখার চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। সে ক্ষেত্রে যেসব বিষয়ে বিএনপি-জামায়াতসহ বেশির ভাগ দল একমত, সেগুলো নিয়ে একটি প্রশ্ন হবে। আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ যেসব মৌলিক প্রস্তাবে বড় দল বিশেষ করে বিএনপির ভিন্নমত আছে, সেগুলো নিয়ে আলাদা কয়েকটি প্রশ্ন থাকবে। সব মিলিয়ে গণভোটে চার-পাঁচটি প্রশ্ন রাখা হতে পারে। সরকারের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বার্সাকে খুব মিস করেন মেসি, ইউরোপিয়ান ক্যারিয়ারটা কাটাতে চেয়েছিলেন বার্সাতেই

গত রোববার গভীর রাতে পৃথিবীর বেশির ভাগ মানুষ যখন ঘুমিয়ে, লিওনেল মেসির পা পড়েছিল আলোঝলমলে ক্যাম্প ন্যুর ঘাসে। এটি এমন মুহূর্ত, যার জন্য মেসি অপেক্ষায় ছিলেন চার বছর। সেই মুহূর্ত মেসিকে মনে করিয়ে দিয়েছে অসংখ্য পুরোনো স্মৃতি, অর্জন ও বেদনার গল্প।

মেসির ক্যাম্প ন্যু ভ্রমণের সময় সংবাদমাধ্যমের কোনো ক্যামেরা ছিল না, ছিল না আনুষ্ঠানিক আয়োজনও। কিন্তু সেই ফেরায় ছিল গভীর আবেগ, যা শুধু মেসিকেই নয়, স্পর্শ করেছে বার্সেলোনার কোটি কোটি সমর্থককেও। ক্যাম্প ন্যু থেকে ফিরে আবেগঘন এক বার্তাও দেন মেসি। যেখানে প্রকাশ পেয়েছে ক্যাম্প ন্যুতে তাঁর ফেরার আকাঙ্ক্ষাও।

মেসি সেই একই আকাঙ্ক্ষার কথা আরও খোলাসা করে বলেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে। বার্সেলোনা এখনো তাঁর হৃদয়ে—সে কথা বলেছেন এই আলাপচারিতায়। এর পাশাপাশি মেসি জানিয়েছেন, তিনি ও তাঁর পরিবার স্পেনের এ শহর নিয়ে নিয়মিতই কথা বলেন।

আরও পড়ুনক্যাম্প ন্যুতে ফিরে আবেগাপ্লুত মেসি, কী লিখেছেন ইনস্টাগ্রামে১০ নভেম্বর ২০২৫

বার্সেলোনাকে কতটা মিস করেন তা জানাতে গিয়ে মেসি বলেছেন, ‘আমরা বার্সেলোনাকে খুব মিস করি। আমার সন্তানেরা, আমার স্ত্রী আর আমি সব সময়ই আবার সেখানে বসবাস করার কথা বলি। আমাদের সেখানে বাড়ি আছে, সবকিছু আছে। তাই ঠিক এটাই আমরা চাই।’

একই সাক্ষাৎকারে ক্যাম্প ন্যুতে ফিরে যাওয়ার দিন কী অনুভব করবেন, তা মেসি কল্পনা করেছিলেন এভাবে, ‘(সংস্কার করা) নতুন স্টেডিয়ামে ফিরে যাওয়া অদ্ভুত লাগবে…এ জায়গার সব স্মৃতি মনে পড়ে খুব আবেগপ্রবণ অনুভূতি হবে।’ মজার ব্যাপার হচ্ছে, মেসি জানতেন না যে সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার আগেই তাঁর সংস্কার করা ক্যাম্প ন্যু দেখার অভিজ্ঞতা হবে।

বার্সেলোনা ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণার পর কেঁদে ফেলেছিলেন লিওনেল মেসি

সম্পর্কিত নিবন্ধ