গাজীপুর-৬ আসন বহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
Published: 12th, November 2025 GMT
গাজীপুর-৬ আসন বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেটে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
অবরোধের সময় টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন বিএনপির নেতা-কর্মীরা। এতে প্রায় ঘণ্টাখানেক ব্যস্ততম এই মহাসড়কে আটকে থেকে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
অবরোধের সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক নেতা রাকিব উদ্দিন সরকার, বশির উদ্দিন, সুমন সরকার প্রমুখ।
বিক্ষোভকারীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত গাজীপুর-৬ আসন সোমবার হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে। আদালত এর পরিবর্তে বাগেরহাট-৪ আসন পুনর্বহালের নির্দেশ দেন। এই রায়কে কেন্দ্র করে দুই দিন ধরেই বৃহত্তর টঙ্গী ও অবিভক্ত গাজীপুর-২ এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও স্থানীয় লোকজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের গেজেট বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনও।
নির্বাচন কমিশন সম্প্রতি বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি সংসদীয় আসন করে গেজেট প্রকাশ করে। অন্যদিকে গাজীপুর জেলার পাঁচটি আসনের মধে৵ ২ নম্বর আসনটি ভাগ করে গাজীপুর-৬–এর গেজেট করে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন বাগেরহাটবাসী। হরতাল, অবরোধ ও লকডাউন পর্যন্ত করেন তাঁরা। এতে প্রতিকার না হওয়ায় হারানো আসন ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তাঁরা। দীর্ঘ শুনানির পর ১০ নভেম্বর হাইকোর্ট গাজীপুর-৬ আসনের গেজেট বাতিল করে বাগেরহাটের আসন পুনর্বহালের রায় ঘোষণা করেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার জানান, গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ জ প র ৬ আসন ন ব এনপ র ব গ রহ ট ন সরক র উদ দ ন অবর ধ
এছাড়াও পড়ুন:
সাফারি পার্কে উগান্ডার জাতীয় পাখি ‘গ্রে ক্রাউন্ড ক্রেন’ ছানার জন্
গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে প্রথমবারের মতো উগান্ডার জাতীয় পাখি গ্রে ক্রাউন্ড ক্রেন-এর ছানার জন্ম হয়েছে। দেশের প্রাণিবৈচিত্র্যের গবেষণা ও সংরক্ষণে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
পার্কসংশ্লিষ্ট সূত্র জানায়, পার্কের ধনেশ অ্যাভিয়ারিতে থাকা এক জোড়া গ্রে ক্রাউন্ড ক্রেন এর আগে বেশ কয়েকবার ডিম দিলেও কোনো ছানা বাঁচেনি। তবে এবার সুচিন্তিত পরিচর্যা ও নিরাপত্তা ব্যবস্থার কারণে ডিম থেকে সফলভাবে একটি সুস্থ ছানা বের হয়।
গত সেপ্টেম্বরের শুরুতে প্রথম ডিম পাড়ে স্ত্রী পাখি। পরপর আরো দুটি ডিম পাড়ে। পাখি দুটির স্বাস্থ্য, নিরাপত্তা ও ডিম রক্ষায় বিশেষ নজরদারি বাড়ানো হয়। নির্দিষ্ট স্থানে ঝোপঝাড় ঘেরা নিরাপদ কোণে স্ত্রী ও পুরুষ পাখি পালা করে ডিমে তা দেয়। তিনটি ডিমের মধ্যে একটি থেকে ছানার জন্ম হয়।
ধনেশ অ্যাভিয়ারির দায়িত্বপ্রাপ্ত কর্মী সোহাগ হাসান বলেন, “দিনের বেশির ভাগ সময় স্ত্রী ও পুরুষ পাখি ছানাটিকে ঘন জঙ্গলের ভিতরে আড়াল করে রাখে। তবে দুপুরে স্বল্প সময়ের জন্য তিনটি একসঙ্গে আশপাশে বিচরণ করে। তখন পাখি দুটির মাঝামাঝি হেঁটে চলতে দেখা যায় ছানাটিকে।”
পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান বলেন, “গ্রে ক্রাউন্ড ক্রেন আফ্রিকার উগান্ডার জাতীয় পাখি। এটি ২০১৩ সালে সাফারি পার্কে আনা হয়। কয়েক দফা ডিম পাড়লেও এতদিন ছানা পাওয়া যায়নি। এবারই দেশে প্রথমবারের মতো এই প্রজাতির ছানা ফুটলো। উন্মুক্ত পরিবেশে এদের আয়ু প্রায় ২০ বছর। আবদ্ধ পরিবেশে ২৫ বছর পর্যন্ত বাঁচতে পারে এরা। তিন বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে সঙ্গী নির্বাচন করে এবং একবার জুটি বাঁধলে সারা জীবন পাশাপাশি থাকে।”
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. তারেক রহমান বলেন, “এই ছানার জন্ম পার্কের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আশা করছি ছানাটি সুস্থভাবে বেড়ে উঠবে। ভবিষ্যতে এই জুটি আরো বংশবিস্তার করবে বলে আশাবাদী।”
ঢাকা/রফিক/এস