জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাঙামাটি জেলা পরিষদের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন নিয়োগপ্রার্থীরা। আজ বুধবার সকাল ১০টায় জেলা পরিষদের সব ফটক বন্ধ করে দিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। দুপুর সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে।

পার্বত৵ চট্টগ্রামে সরকারের ২৮টি বিভাগের প্রশাসনিক কাজ জেলা পরিষদের মাধ্যমে পরিচালিত হয়। এর মধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগের কার্যক্রমও রয়েছে। জেলা পরিষদে হস্তান্তরিত এই বিভাগের অধীনেই রাঙামাটিতে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা। তবে গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়।

জেলা পরিষদ সূত্র জানায়, ২০২২ সালে জেলার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৪৬২টি শূন্য পদের বিপরীতে বিজ্ঞপ্তি দিয়েছিল জেলা পরিষদ। পরে চলতি বছর ২৭ আগস্ট দ্বিতীয় দফায় আবার এসব পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। সব মিলিয়ে এসব পদের বিপরীতে আবেদন করেন প্রায় সাত হাজার চাকরিপ্রত্যাশী। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়োগ পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সকালে নিয়োগপ্রার্থীরা জেলা পরিষদের সামনে জড়ো হন। একপর্যায়ে জেলা পরিষদের সব ফটকে তালা দেন। এ সময় মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাঁদের।

বিক্ষুব্ধদের একজন সুগত চাকমা প্রথম আলোকে বলেন, ‘স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়ার দাবিতে আমরা বিক্ষোভ করছি। একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে নিয়োগপ্রক্রিয়া শেষ করার দাবি জানাই।’

বিক্ষোভ চলাকালে স্থগিত পরীক্ষা নির্ধারিত দিনে নেওয়ার পাশাপাশি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানানো হয়। আজ সকালে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে তোলা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

সাফারি পার্কে উগান্ডার জাতীয় পাখি ‘গ্রে ক্রাউন্ড ক্রেন’ ছানার জন্

গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে প্রথমবারের মতো উগান্ডার জাতীয় পাখি গ্রে ক্রাউন্ড ক্রেন-এর ছানার জন্ম হয়েছে। দেশের প্রাণিবৈচিত্র্যের গবেষণা ও সংরক্ষণে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

পার্কসংশ্লিষ্ট সূত্র জানায়, পার্কের ধনেশ অ্যাভিয়ারিতে থাকা এক জোড়া গ্রে ক্রাউন্ড ক্রেন এর আগে বেশ কয়েকবার ডিম দিলেও কোনো ছানা বাঁচেনি। তবে এবার সুচিন্তিত পরিচর্যা ও নিরাপত্তা ব্যবস্থার কারণে ডিম থেকে সফলভাবে একটি সুস্থ ছানা বের হয়।

গত সেপ্টেম্বরের শুরুতে প্রথম ডিম পাড়ে স্ত্রী পাখি। পরপর আরো দুটি ডিম পাড়ে। পাখি দুটির স্বাস্থ্য, নিরাপত্তা ও ডিম রক্ষায় বিশেষ নজরদারি বাড়ানো হয়। নির্দিষ্ট স্থানে ঝোপঝাড় ঘেরা নিরাপদ কোণে স্ত্রী ও পুরুষ পাখি পালা করে ডিমে তা দেয়। তিনটি ডিমের মধ্যে একটি থেকে ছানার জন্ম হয়।

ধনেশ অ্যাভিয়ারির দায়িত্বপ্রাপ্ত কর্মী সোহাগ হাসান বলেন, “দিনের বেশির ভাগ সময় স্ত্রী ও পুরুষ পাখি ছানাটিকে ঘন জঙ্গলের ভিতরে আড়াল করে রাখে। তবে দুপুরে স্বল্প সময়ের জন্য তিনটি একসঙ্গে আশপাশে বিচরণ করে। তখন পাখি দুটির মাঝামাঝি হেঁটে চলতে দেখা যায় ছানাটিকে।”

পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান বলেন, “গ্রে ক্রাউন্ড ক্রেন আফ্রিকার উগান্ডার জাতীয় পাখি। এটি ২০১৩ সালে সাফারি পার্কে আনা হয়। কয়েক দফা ডিম পাড়লেও এতদিন ছানা পাওয়া যায়নি। এবারই দেশে প্রথমবারের মতো এই প্রজাতির ছানা ফুটলো। উন্মুক্ত পরিবেশে এদের আয়ু প্রায় ২০ বছর। আবদ্ধ পরিবেশে ২৫ বছর পর্যন্ত বাঁচতে পারে এরা। তিন বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে সঙ্গী নির্বাচন করে এবং একবার জুটি বাঁধলে সারা জীবন পাশাপাশি থাকে।”

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. তারেক রহমান বলেন, “এই ছানার জন্ম পার্কের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আশা করছি ছানাটি সুস্থভাবে বেড়ে উঠবে। ভবিষ্যতে এই জুটি আরো বংশবিস্তার করবে বলে আশাবাদী।”

ঢাকা/রফিক/এস

সম্পর্কিত নিবন্ধ