নাটোর জেলা পরিষদের এককালীন শিক্ষাবৃত্তি, আবেদন শেষ ২১ ডিসেম্বর
Published: 12th, November 2025 GMT
নাটোর জেলা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরে এককালীন শিক্ষাবৃত্তি দেবে। ২০২৫ সালে এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র ও মেধাবী ছাত্র–ছাত্রী হতে হবে। আবেদনের শেষ তারিখ ২১ ডিসেম্বর ২০২৫।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ সহ উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুননেকটারে আইসিটিতে অনলাইনে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স, যোগ্যতা এইচএসসি পাস৩ ঘণ্টা আগেদরকারি যোগ্যতা—
১.
২. আবেদন করা ছাত্র–ছাত্রীকে নাটোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে;
৩. আবেদনকারীকে সরকার অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পড়াশোনা করা শিক্ষার্থী হতে হবে।
আবেদন করতে হবে—
১. নাটোর জেলা পরিষদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে;
২. ডাকযোগে অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা জেলা পরিষদ কার্যালয়ে সরাসরি আবেদন করতে হবে।
আবেদন পাঠানোর শেষ তারিখ
নাটোর জেলা পরিষদ অফিসে সরাসরি বা ডাকযোগে বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে
অফিস চলাকালীন আবেদন পাঠানো নিশ্চিত করতে হবে।
আবেদনের সঙ্গে যা লাগবে—
১. আবেদনপত্রে পড়াশোনা করা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সুপারিশ বা মতামত থাকতে হবে।
২. নাটোর জেলার স্থায়ী বাসিন্দা ও পরিবারের আর্থিক অসচ্ছলতার পক্ষে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র বা উপজেলা নির্বাহী অফিসার বা
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া সনদপত্রের সত্যায়িত কপি আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।
৩. আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার মার্কশিটের সত্যায়িত কপি ও সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি পড়াশোনা করা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অথবা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তাকে দিয়ে সত্যায়িত করে সংযুক্ত করতে হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: https://www.zpnatore.gov.bd
আরও পড়ুনস্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, ইউরোপে বিনা খরচে উচ্চশিক্ষা৪ ঘণ্টা আগেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এইচএসসি পরীক্ষা ২০২৬: আপাতত নির্বাচনী পরীক্ষা নয়, চলবে ক্লাস
এইচএসসি পরীক্ষার জন্য নির্দেশনা না পাওয়া পর্যন্ত টেস্ট পরীক্ষা (নির্বাচনী পরীক্ষা) না নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ রোববার (৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রে কোথায় পড়বেন: সিদ্ধান্ত নিতে মনে রাখুন ‘থ্রি–সি’৭ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনি পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচনি পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতি উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৬–এর ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর০৪ নভেম্বর ২০২৫