ফেনীর সোনাগাজীতে এক দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
Published: 12th, November 2025 GMT
ফেনীর সোনাগাজীতে এক দিনে পুকুর ও জলাশয়ের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার মঙ্গলকান্দি, চর মজলিশপুর ও আমিরাবাদ ইউনিয়নে পৃথকভাবে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়।
মারা যাওয়া তিন শিশু হলো—উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে আয়ান হোসেন (৪), চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামের মোজাম্মেল হকের ছেলে জোহান মাহবির (৪) ও আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ইসরাত জাহান (৩)।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঘরের পাশে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে পৃথকভাবে পুকুরে ও জলাশয়ে পড়ে যায় এসব শিশু। তাদের তিনজনকেই উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তবে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনটি ঘটনাই ঘটেছে গতকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে।
একই দিনে সোনাগাজী পৌরসভার চর গণেশ এলাকার মাঈন উদ্দিনের আড়াই বছর বয়সী ছেলে রিফাত হোসেন পুকুরে ডুবে যায়। তবে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করেন। বর্তমানে সে শঙ্কামুক্ত বলে জানিয়েছে পরিবার।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইকবাল হোসেন বলেন, উপজেলার বিভিন্ন স্থান থেকে পানিতে ডুবে যাওয়া চারটি শিশুকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। জীবিত শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাগাজী মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ আজ রবিবার (৯ নভেম্বর) সকালে ঝটিকা মিছিল করেছে। এ মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, পাঁচলাইশ পিলখানা এলাকার আজিজুল হক বাবুলের ছেলে আনোয়ারুল হক ঈশান (১৭), ফেনীর পশুরাম উপজেলার মনিপুর গ্রামের প্রদীপ চন্দ্র দাশের ছেলে রাজন দাশ (১৯) এবং নোয়াখালীর সুধারাম উপজেলার নিয়াজপুর গ্রামের প্রিয় লাল চন্দ্র ভৌমিকের ছেলে সৈকত চন্দ্র ভৌমিক (১৯)। তিনজনই পাঁচলাইশ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
আরো পড়ুন:
হামলার মূলে যারা তাদের অনেকেই জেলে আছেন, বাইরে থেকে ইন্ধন আছে
অবিলম্বে গণভোটের দাবি চাকসুর
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সকালে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একটি ব্যানার নিয়ে কয়েক মিনিটের ঝটিকা মিছিল করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করেছে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
ঢাকা/রেজাউল/বকুল