রমনা থানার গাড়িতে আগুন, কারণ হিসেবে ‘মেরামতকারীর ভুল’ বলছে পুলিশ
Published: 12th, November 2025 GMT
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার একটি গাড়িতে আজ বুধবার ‘মেরামতকারীর ভুলে’ আগুন লাগে। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এ কথা বলেন।
বেলা ১১টার দিকে রমনা থানার সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ডিসি মাসুদ আলম প্রথম আলোকে বলেন, গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পরে একজন মেরামতকারী এনে গাড়িটি ঠিক করা হচ্ছিল। এ সময় মেরামতকারীর ভুলে গাড়িটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক প্রথম আলোকে বলেন, তাঁদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আজ সকালে রাজধানীর উত্তরায় ‘যান্ত্রিক ত্রুটি’ থেকে একটি মাইক্রোবাসে আগুন লাগে বলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম র মতক র
এছাড়াও পড়ুন:
এশিয়ান আর্চারির ফাইনালে বাংলাদেশের হিমু ও বন্যা
ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দারুণ একটা দিন কাটাল বাংলাদেশ। চলতি আসরে সেরা প্রাপ্তির সম্ভাবনা জাগিয়েছে লাল–সবুজের দল। কম্পাউন্ড মিশ্র ইভেন্টের ফাইনালে উঠেছে বন্যা আক্তার-হিমু বাছাড়কে নিয়ে গড়া বাংলাদেশ। ফাইনালে উঠে অন্তত রুপা জয় নিশ্চিত করেছেন তাঁরা।
জাতীয় স্টেডিয়ামে আজ সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটিকে ১৫৮-১৫৩ (৩৭-৩৯, ৩৮-৩৯, ৩৯-৪০, ৩৯-৪০) ব্যবধানে হারায় বাংলাদেশ।
ভুটানকে এর আগে ১৫৪-১৪৮ স্কোরে হারিয়ে এই ইভেন্টের এলিমিনেশন রাউন্ড শুরু করে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইরানের। তাতে জয় আসে তুমুল লড়াইয়ের পর। ১৫৪-১৫৪ সমতার পর টাইব্রেকারে ১৯-১৮ ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় বাংলাদেশ। এরপর বাংলাদেশ মুখোমুখি হয় শক্তিশালী দক্ষিণ কোরিয়ার। সেখানেও বন্যা-হিমু জুটি দারুণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালের টিকিট কাটলেন।
দারুণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেছেন হিমু ও বন্যা। এখন সামনে সোনা জয়ের স্বপ্ন