গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্কে প্রথমবারের মতো উগান্ডার জাতীয় পাখি গ্রে ক্রাউন্ড ক্রেন-এর ছানার জন্ম হয়েছে। দেশের প্রাণিবৈচিত্র্যের গবেষণা ও সংরক্ষণে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

পার্কসংশ্লিষ্ট সূত্র জানায়, পার্কের ধনেশ অ্যাভিয়ারিতে থাকা এক জোড়া গ্রে ক্রাউন্ড ক্রেন এর আগে বেশ কয়েকবার ডিম দিলেও কোনো ছানা বাঁচেনি। তবে এবার সুচিন্তিত পরিচর্যা ও নিরাপত্তা ব্যবস্থার কারণে ডিম থেকে সফলভাবে একটি সুস্থ ছানা বের হয়।

গত সেপ্টেম্বরের শুরুতে প্রথম ডিম পাড়ে স্ত্রী পাখি। পরপর আরো দুটি ডিম পাড়ে। পাখি দুটির স্বাস্থ্য, নিরাপত্তা ও ডিম রক্ষায় বিশেষ নজরদারি বাড়ানো হয়। নির্দিষ্ট স্থানে ঝোপঝাড় ঘেরা নিরাপদ কোণে স্ত্রী ও পুরুষ পাখি পালা করে ডিমে তা দেয়। তিনটি ডিমের মধ্যে একটি থেকে ছানার জন্ম হয়।

ধনেশ অ্যাভিয়ারির দায়িত্বপ্রাপ্ত কর্মী সোহাগ হাসান বলেন, “দিনের বেশির ভাগ সময় স্ত্রী ও পুরুষ পাখি ছানাটিকে ঘন জঙ্গলের ভিতরে আড়াল করে রাখে। তবে দুপুরে স্বল্প সময়ের জন্য তিনটি একসঙ্গে আশপাশে বিচরণ করে। তখন পাখি দুটির মাঝামাঝি হেঁটে চলতে দেখা যায় ছানাটিকে।”

পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান বলেন, “গ্রে ক্রাউন্ড ক্রেন আফ্রিকার উগান্ডার জাতীয় পাখি। এটি ২০১৩ সালে সাফারি পার্কে আনা হয়। কয়েক দফা ডিম পাড়লেও এতদিন ছানা পাওয়া যায়নি। এবারই দেশে প্রথমবারের মতো এই প্রজাতির ছানা ফুটলো। উন্মুক্ত পরিবেশে এদের আয়ু প্রায় ২০ বছর। আবদ্ধ পরিবেশে ২৫ বছর পর্যন্ত বাঁচতে পারে এরা। তিন বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয়ে সঙ্গী নির্বাচন করে এবং একবার জুটি বাঁধলে সারা জীবন পাশাপাশি থাকে।”

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো.

তারেক রহমান বলেন, “এই ছানার জন্ম পার্কের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আশা করছি ছানাটি সুস্থভাবে বেড়ে উঠবে। ভবিষ্যতে এই জুটি আরো বংশবিস্তার করবে বলে আশাবাদী।”

ঢাকা/রফিক/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র উন ড ক র ন ছ ন র জন

এছাড়াও পড়ুন:

ট্রাম্পের এনএফএল অ্যাডভেঞ্চার: স্টেডিয়ামে শুনলেন দুয়ো

চার দশকের বেশি সময় পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) নিয়মিত মৌসুমের ম্যাচ দেখতে মাঠে গেছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার মেরিল্যান্ডের ম্যাচটিতে মুখোমুখি হয় ওয়াশিংটন কমান্ডার্স ও ডেট্রয়েট লায়ন্স। তবে মাঠে গিয়ে খেলা দেখতে যাওয়ার অভিজ্ঞতাটা ট্রাম্পের জন্য সুখকর হয়নি।

খেলার প্রথমার্ধের শেষ দিকে বড় পর্দায় ট্রাম্পকে দেখানো হলে গ্যালারির অনেক দর্শক তাকে উদ্দেশ করে দুয়ো দিতে শুরু করেন। সে সময় তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের সঙ্গে একটি স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। বিরতির সময় স্টেডিয়ামের ঘোষক যখন প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতির কথা জানান, তখনো গ্যালারির একাংশ থেকে একই প্রতিক্রিয়া শোনা যায়।

এর আগে বিমান থেকে নামার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি একটু দেরি করে ফেলেছি।’ এরপর তিনি বুলেটপ্রুফ গাড়িতে চড়ে স্টেডিয়ামের পথে রওনা দেন। ট্রাম্প বলেন, ‘খেলাটা দারুণ হবে। সবকিছু ভালোই চলছে। দেশও ভালো আছে।’

আরও পড়ুনশান্তি পুরস্কার নিয়ে আসছে ফিফা, প্রথমবার কি ডোনাল্ড ট্রাম্প পাবেন০৬ নভেম্বর ২০২৫

ট্রাম্প মাঠে পৌঁছানোর আগেই, ম্যাচের প্রথম কোয়ার্টারে লায়ন্সের রিসিভার আমন-রা সেন্ট ব্রাউন টাচডাউন করেন। এরপর তিনি গ্যালারির দিকে ইশারা করে হাত নেড়ে উদযাপন করেন, যা ছিল ‘ট্রাম্প ড্যান্স’-এর আদলে। গত বছর কয়েকজন খেলোয়াড় এই উদ্‌যাপনকে জনপ্রিয় করে তোলেন।

চেনা পোজে ডোনাল্ড ট্রাম্প

সম্পর্কিত নিবন্ধ

  • ফ্লাইট মিস করার পর ঢাকায় পা রাখলেন হামজা
  • দিনভর ঘোরাঘুরি–সেলফি, শেষে গান–নাচ
  • ট্রাম্পের এনএফএল অ্যাডভেঞ্চার: স্টেডিয়ামে শুনলেন দুয়ো
  • উগান্ডার জাতীয় পাখি প্রথমবার ছানার জন্ম দিল গাজীপুরের সাফারি পার্কে