সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন আমিনুল
Published: 12th, November 2025 GMT
ক্রীড়াঙ্গনে এমন কিছুর নজির একেবারেই নেই। ক্রীড়া সংস্থার ভুলের কারণে সর্বোচ্চ পর্যায় থেকে ক্ষমা চাওয়ার ঘটনা আরো বিরল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম সেই প্রথাটাই ভাঙলেন। গত সোমবার হোটেল সোনারগাঁওয়ে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ‘অনাকাঙ্খিত’ ঘটনার জন্য ভিডিও বার্তা দিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি। সঙ্গে ভুল কার কারণে হলো বিষয়টি তদন্ত করেও দেখবেন তিনি।
সারাদেশের ক্রিকেট সংগঠকদের নিয়ে রোববার ও সোমবার দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজন করে বিসিবি। সোমবার সেই আয়োজনের সমাপনী অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়েও প্রবেশের সুযোগ না পেয়ে আয়োজন বয়কট করেন ক্রীড়া সাংবাদিকরা। হোটেলের বাইরে অবস্থান, স্লোগান দেয়ার পর সংবাদ সম্মেলন বর্জন করেন।
আরো পড়ুন:
বিসিবির আয়োজন সাংবাদিকদের বয়কট
ফারুক আহমেদের হার্টে রিং পরানো হয়েছে
বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম কোন বড় আয়োজন ছিল সেই অনুষ্ঠান৷ সমাপনী দিনে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যাত্রার ২৫ বছর উপলক্ষে সাবেক ক্রিকেটারদের এক ছাতার নিচে নিয়ে আসা হয়। যেখানে কেক কেটে উদযাপন করা হয় এই মাইলফলক। কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যায় সংবাদমাধ্যমের উপস্থিতি ছাড়াই।
এই অনুষ্ঠানে ঢুকতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আজ বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওবার্তায় ক্ষমা প্রার্থনা করেন আমিনুল।
ভিডিওবার্তায় সাংবাদিকদের প্রতি বিসিবি সভাপতি বলেন, ‘‘গত ১০ নভেম্বর (সোমবার) একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমি নিজে আপনাদের সেখানে দাওয়াত দিয়েছিলাম। যদিও এই অনুষ্ঠানের প্রস্তুতি ও শেষ হতে হতে একটু সময় লেগে গিয়েছিল। কিন্তু যখন বাইরে এসে দেখলাম আপনাদের যথাযথ সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও আমন্ত্রণ রক্ষা করার যে কাজ ছিল ক্রিকেট বোর্ডের বা আমার; আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’’
আমিনুল প্রতিশ্রুতি দেন, ‘‘আপনাদের কথা দিচ্ছি, আমাদের কোন বিভাগের কারণে কেন এই ব্যর্থতাটা এসেছে, সেটা আমরা তদন্ত করব এবং যথাযথ ব্যবস্থা নেব।’’
ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য গণমাধ্যমকে পাশে চেয়ে আমিনুল আরো বলেছেন, ‘‘আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে, ক্রিকেটের উন্নয়নে ও এগিয়ে যাওয়ায় অন্যতম বড় একটি অংশীদার হচ্ছেন আপনারা। ভুল আমরা করেছি। ভবিষ্যতে চেষ্টা করব এ ধরনের ভুল আর না করতে। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলে মিলে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা ভালো থাকবেন এবং সব সময় আমাদের যেভাবে সহযোগিতা করেছেন আশা করি সেভাবে শুধু সহযোগিতাই করবেন না, আমাদের এই যাত্রার একটি অংশ হয়ে থাকবেন। আপনাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন ন আম ন ল আপন দ র আম দ র স মব র
এছাড়াও পড়ুন:
বিসিবির আয়োজন সাংবাদিকদের বয়কট
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সারাদেশের ক্রিকেট সংগঠকদের নিয়ে দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স আয়োজন করে। সোমবার সেই আয়োজনের সমাপনী অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়েও প্রবেশের সুযোগ না পেয়ে আয়োজন বয়কট করেন ক্রীড়া সাংবাদিকরা। হোটেলের বাইরে অবস্থান, স্লোগান দেয়ার পর সংবাদ সম্মেলন বর্জন করেন।
বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম কোন বড় আয়োজন ছিল আজকের অনুষ্ঠান৷ সমাপনী দিনে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের যাত্রার ২৫ বছর উপলক্ষে সাবেক ক্রিকেটারদের এক ছাতার নিচে নিয়ে আসা হয়। যেখানে কেক কেটে উদযাপন করা হয় এই মাইলফলক। কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যায় সংবাদমাধ্যমের উপস্থিতি ছাড়াই।
আরো পড়ুন:
ফারুক আহমেদের হার্টে রিং পরানো হয়েছে
জাহানারার যৌন হয়রানির অভিযোগ, তদন্তে বিশেষজ্ঞ সদস্য চায় টিআইবি
সমাপনী দিনের অনুষ্ঠানে বিকেলে যোগ দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তার গণমাধ্যমে কথা বলার কথা ছিল৷ কিন্তু উপস্থিত গণমাধ্যম তার সংবাদ সম্মেলন বয়কট করে৷ পরিস্থিতি সামলাতে বাইরে আসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাতেও কোন লাভ হয়নি। পরবর্তীতে বেশ কিছুক্ষণ হোটেলের ভেতরে অবস্থান করে গণমাধ্যমে কথা না বলে বেরিয়ে যান ক্রীড়া উপদেষ্টা৷
পরিস্থিতি সামলে আনতে বিসিবির একাধিক পরিচালক, ক্রীড়া উপদেষ্টার সহকারী সাংবাদিকদের সাথে কথা বলার চেষ্টা করেন। নানা ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেন। কিন্তু সাংবাদিকরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন।
ঢাকা/ইয়াসিন/আমিনুল