ঢাকার বাড্ডায় মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার এসআই মো. হাসানুর রহমান রাইজিংবিডি ডটকমকে নলেম, কে বা কারা মামুন শিকদারকে গুলি করেছে তা এখনো জানা যায়নি।
জানা গেছে, দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন এবং তিনি যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তিনি সে বাসার বাসিন্দা ছিলেন না।
পুলিশ জানায়, নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার। বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আগলী গ্রামে। মামলা প্রক্রিয়াধীন।
ঢাকা/এমআর/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে মাথা ফাটালেন প্রধান শিক্ষক
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমদের বিরুদ্ধে।
রবিবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে বিদ্যালয়ের ক্লাসরুমে এ ঘটনা ঘটে। তবে, মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আহত ছাত্রীর নাম সাইদা বেগম (১৪)। তিনি উপজেলার পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মুজিবুর রহমানের মেয়ে এবং ওই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমেদ ক্লাসে পড়ানোর সময় সপ্তম শ্রেণির ছাত্রী সাইদাকে ডাস্টার দিয়ে আঘাত করেন। এতে ওই ছাত্রীর মাথা ফেটে যায়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে তাকে চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও অভিভাবকরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবি জানান।
জগন্নাথপুর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’
জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/মনোয়ার/রাজীব