ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ: অ্যাডভান্স সার্টিফিকেট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম, লাগবে সিজিপিএ-২
Published: 12th, November 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে নিয়মিত প্রোগ্রাম হিসেবে অ্যাডভান্স সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম (এসিবিএ) ২২তম ব্যাচে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। তিন সপ্তাহ মেয়াদি সাতটি মডিউলের এই প্রোগ্রাম বিজনেস এক্সিকিউটিভ ও ম্যানেজারদের জন্য বিশেষভাবে উপযোগী।
মডিউলগুলো হলোমডিউল-১: উদীয়মান পরিবেশে মার্কেটিং;
মডিউল-২: সিদ্ধান্ত চিহ্নিতকরণের জন্য হিসাবরক্ষণ;
মডিউল-৩: যোগাযোগ ব্যবস্থাপনা;
মডিউল-৪: উত্কর্ষতা অর্জনে এইচআর ব্যবস্থাপনা;
মডিউল-৫: ব্যবস্থাপকীয় অর্থায়ন;
মডিউল-৬.
মডিউল-৭: কৌশলগত পরিকল্পনা ও লিডারশিপ।
আরও পড়ুনস্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, ইউরোপে বিনা খরচে উচ্চশিক্ষা৬ ঘণ্টা আগেভর্তির যোগ্যতাযেকোনো ডিসিপ্লিনে অন্তত দ্বিতীয় শ্রেণির ব্যাচেলর ডিগ্রি অথবা সিজিপিএ–২ (৪–এর মধ্যে)।
এ ছাড়া প্রার্থীর যেকোনো প্রখ্যাত প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
তিন সপ্তাহ মেয়াদি সাতটি মডিউলের অ্যাডভান্স সার্টিফিকেট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামটি বিজনেস এক্সিকিউটিভ ও ম্যানেজারদের জন্য বিশেষভাবে উপযোগীউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রিয়া মনির মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রাজধানীর হাতিরঝিল থানার একটি মামলায় আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই পরোয়ানা জারির আদেশ দেন। অপর যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাঁর নাম আহসান হাবিব সেলিম।
মামলার বাদী রিয়া মনি। হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলাটি করেন তিনি।
আরও পড়ুনরামপুরায় হামলায় আহত হিরো আলম পড়ে ছিলেন রাস্তায়২৯ সেপ্টেম্বর ২০২৫বাদীর আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি। তাঁর করা মামলার আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। আদালতে হাজিরা দিচ্ছেন না। এই যুক্তি দেখিয়ে তাঁদের জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়। শুনানি নিয়ে তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আরও পড়ুনহিরো আলমের নামে মামলা, নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগ ০৬ মে ২০২৫মামলার অভিযোগে বলা হয়, রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হয়। তখন রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরে হিরো আলম রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় একটি বাসায় মীমাংসার জন্য রিয়া মনিকে ডেকে নেন। সেখানে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনসহ উল্লিখিত দুই আসামি অকথ্য ভাষায় রিয়া মনিকে গালিগালাজ করেন। পর হিরো আলমসহ অন্যরা রিয়া মনির বাসায় যান। সেখানে হত্যার উদ্দেশ্যে তাঁকে লাঠি দিয়ে পেটানো হয়। এতে তিনি আহত হন। সে সময় রিয়া মনির গলায় থাকা সোনার চেইন কৌশলে আসামিরা চুরি করে নিয়ে যান।
আরও পড়ুনহিরো আলমকে আদালত প্রাঙ্গণে কিলঘুষি মেরে কান ধরে ওঠবস০৮ সেপ্টেম্বর ২০২৪আরও পড়ুনস্ত্রী রিয়া মনিকে তালাকের ঘোষণা দিয়ে আবার আলোচনায় হিরো আলম১৭ এপ্রিল ২০২৫আরও পড়ুনহিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন স্ত্রী রিয়া মনি ও তাঁর বন্ধু২২ জুন ২০২৫