এশিয়ান আর্চারির ফাইনালে বাংলাদেশের হিমু ও বন্যা
Published: 12th, November 2025 GMT
ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দারুণ একটা দিন কাটাল বাংলাদেশ। চলতি আসরে সেরা প্রাপ্তির সম্ভাবনা জাগিয়েছে লাল–সবুজের দল। কম্পাউন্ড মিশ্র ইভেন্টের ফাইনালে উঠেছে বন্যা আক্তার-হিমু বাছাড়কে নিয়ে গড়া বাংলাদেশ। ফাইনালে উঠে অন্তত রুপা জয় নিশ্চিত করেছেন তাঁরা।
জাতীয় স্টেডিয়ামে আজ সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার জুটিকে ১৫৮-১৫৩ (৩৭-৩৯, ৩৮-৩৯, ৩৯-৪০, ৩৯-৪০) ব্যবধানে হারায় বাংলাদেশ।
ভুটানকে এর আগে ১৫৪-১৪৮ স্কোরে হারিয়ে এই ইভেন্টের এলিমিনেশন রাউন্ড শুরু করে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইরানের। তাতে জয় আসে তুমুল লড়াইয়ের পর। ১৫৪-১৫৪ সমতার পর টাইব্রেকারে ১৯-১৮ ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় বাংলাদেশ। এরপর বাংলাদেশ মুখোমুখি হয় শক্তিশালী দক্ষিণ কোরিয়ার। সেখানেও বন্যা-হিমু জুটি দারুণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালের টিকিট কাটলেন।
দারুণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেছেন হিমু ও বন্যা। এখন সামনে সোনা জয়ের স্বপ্ন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
রিয়া মনির মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমসহ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রাজধানীর হাতিরঝিল থানার একটি মামলায় আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই পরোয়ানা জারির আদেশ দেন। অপর যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাঁর নাম আহসান হাবিব সেলিম।
মামলার বাদী রিয়া মনি। হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলাটি করেন তিনি।
আরও পড়ুনরামপুরায় হামলায় আহত হিরো আলম পড়ে ছিলেন রাস্তায়২৯ সেপ্টেম্বর ২০২৫বাদীর আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি। তাঁর করা মামলার আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। আদালতে হাজিরা দিচ্ছেন না। এই যুক্তি দেখিয়ে তাঁদের জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়। শুনানি নিয়ে তাঁদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আরও পড়ুনহিরো আলমের নামে মামলা, নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগ ০৬ মে ২০২৫মামলার অভিযোগে বলা হয়, রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হয়। তখন রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরে হিরো আলম রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় একটি বাসায় মীমাংসার জন্য রিয়া মনিকে ডেকে নেন। সেখানে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনসহ উল্লিখিত দুই আসামি অকথ্য ভাষায় রিয়া মনিকে গালিগালাজ করেন। পর হিরো আলমসহ অন্যরা রিয়া মনির বাসায় যান। সেখানে হত্যার উদ্দেশ্যে তাঁকে লাঠি দিয়ে পেটানো হয়। এতে তিনি আহত হন। সে সময় রিয়া মনির গলায় থাকা সোনার চেইন কৌশলে আসামিরা চুরি করে নিয়ে যান।
আরও পড়ুনহিরো আলমকে আদালত প্রাঙ্গণে কিলঘুষি মেরে কান ধরে ওঠবস০৮ সেপ্টেম্বর ২০২৪আরও পড়ুনস্ত্রী রিয়া মনিকে তালাকের ঘোষণা দিয়ে আবার আলোচনায় হিরো আলম১৭ এপ্রিল ২০২৫আরও পড়ুনহিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন স্ত্রী রিয়া মনি ও তাঁর বন্ধু২২ জুন ২০২৫