ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি
Published: 12th, November 2025 GMT
ঢাকার সোনারগাঁও হোটেলে গত রোববার ও সোমবার আয়োজন করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠান। দুই দিনব্যাপী এই অনুষ্ঠান মুগ্ধ করেছে অনেককেই। কিন্তু এই অনুষ্ঠানের শেষটা হয়েছে অব্যবস্থাপনায়। আমন্ত্রণ পেয়েও অনেক সাংবাদিককে যেতে দেওয়া হয়নি অনুষ্ঠানে। অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অনেক সাংবাদিক এই অনুষ্ঠানে ঢুকতে না পারার জন্য ক্ষমা চেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
ক্যানসারের ঝুঁকি বাড়ায় বাড়ির যেসব জিনিস
আমরা এখন স্বাস্থ্যসচেতন। খাবারে চিনি কমাই, ফাস্ট ফুড এড়িয়ে চলি, এমনকি ডিটক্স পানীয়ও খাই নিয়মিত। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, যে পাত্রে আমরা খাবার রাখছি বা যে মোমবাতি জ্বালিয়ে পরিবেশ সুন্দর করছি, সেসবই হয়তো আমাদের শরীরে নীরবে বিষ ঢালছে?
১. প্লাস্টিক কনটেইনারখাবার সংরক্ষণে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি প্লাস্টিকের পাত্র। কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে বিপিএ ও ফ্যালেটসের মতো রাসায়নিক, যা হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং স্তন ও প্রজননতন্ত্রের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। বিশেষত গরম খাবার বা তরল এতে রাখলে ঝুঁকি আরও বেড়ে যায়।
২. ননস্টিক কুকওয়্যারননস্টিক পাত্রের পৃষ্ঠে ব্যবহৃত টেফলন উচ্চ তাপে পিএফওএ নামের বিষাক্ত গ্যাস নির্গত করে, যা লিভার, ফুসফুস ও থাইরয়েডের জন্য ক্ষতিকর এবং ক্যানসারের সঙ্গে সম্পর্কিত বলে অনেক গবেষণায় পাওয়া গেছে।
অ্যালুমিনিয়াম ফয়েল