পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে ১০টি পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার সময় নগদ মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এসব পণ্যের সরবরাহ বাড়বে, কমতে পারে দামও। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর—এই ১০ পণ্য আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। নির্দেশনাটি তাৎক্ষণিক কার্যকর হবে এবং ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

এর আগে পবিত্র রমজান মৌসুমে কিছু পণ্যের আমদানিতে ১০০ শতাংশ পর্যন্ত নগদ মার্জিন বাধ্যতামূলক ছিল। পরবর্তী সময়ে বাজার পরিস্থিতি ও চাহিদা বিবেচনায় ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার কমানোর সুযোগ দেওয়া হয়, যা সর্বশেষ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ ছিল।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র রমজান মাসে এসব পণ্যের চাহিদা সাধারণত অনেক বেড়ে যায়। তাই বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা ও মূল্য সহনীয় রাখতে আমদানি সহজীকরণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে; যার মাধ্যমে পুরো দেশের জনগণ উপকৃত হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরবর হ আমদ ন

এছাড়াও পড়ুন:

বসুন্ধরার‌‌‌‌ ‘ই’ ব্লকে হেরিটেজ সুইটসের তৃতীয় শাখার যাত্রা

বাংলাদেশের ঐতিহ্যবাহী মিষ্টান্ন সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া। সুস্বাদু ও মানসম্মত মিষ্টির সরবরাহ। সঙ্গে আধুনিক সাজসজ্জা ও আরামদায়ক পরিবেশ। তাই হেরিটেজ সুইটস পেয়েছে গ্রাহকের আস্থা ও ভালোবাসা।

এবার বসুন্ধরা আবাসিক এলাকার ‘ই' ব্লকে ব্র্যান্ডটির তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের ঢালী ফুড কোর্ট এলাকায় এই শাখার উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, বিভাগীয় প্রধান (অর্থ ও হিসাব) এস এম মনিরুল ইসলাম পলাশ।

এছাড়াও বসুন্ধরা গ্রুপ ও আইসিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এম এম জসীম উদ্দীন বলেন, “আমরা হেরিটেজ সুইটসের তৃতীয় শাখার উদ্বোধনের আগে যে দুটি শাখা উদ্বোধন করেছি, সেখানে আমাদের ভোক্তা সাধারণের অপরিসীম সাড়ায় আমরা তৃতীয় আউটলেটটি উদ্বোধন করার এই সাহসটা পেয়েছি। মিষ্টি বাঙালির খাদ্য তালিকায় আপ্যায়নে প্রথমেই থাকে। সেখানে যাতে গুণগত মান এবং বিশুদ্ধতা নিশ্চিত হয় সেটি আমাদের মূল লক্ষ্য। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই, এ ধরনের একটি উদ্যোগ নিয়ে মানুষের খাদ্যের বিশুদ্ধতার মান অন্যান্য সকল ব্যবসার মত হেরিটেজ সুইটসও একইভাবে যে নিশ্চিত করে চলেছে।”

“আমাদের ব্যবসায়িক উদ্দেশ্য আসলে অনেক বড়। আমরা রাজধানীর সবথেকে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আমরা যেতে চাচ্ছি এবং ইতোমধ্যেই সেখানে আউটলেট নেওয়া এবং গোছানোর কাজ চলছে।”

জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে হেরিটেজ সুইটসের প্রথম শাখা এবং আই ব্লকে ব্র্যান্ডটির দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। সুস্বাদু ও মানসম্মত মিষ্টি সরবরাহ করার কারণে এ দুটি শাখা চালুর পর থেকেই গ্রাহকদের অসাধারণ সাড়া পড়ে। এরই ফলে ই ব্লকে তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে।

বসুন্ধরা আবাসিকের ই ব্লকে ঢালি ফুড কোর্ট এলাকায় অবস্থিত নতুন শাখাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • ধামরাই বাজারে চাল-ডাল স্থিতিশীল, বেড়ছে সবজি-আলু-পেঁয়াজের দাম
  • কুষ্টিয়ায় দশ মাসে সাপের কামড়ে ৮ জনের মৃত্যু
  • টেলিভিশনে ভোজ্যতেল উদ্ধারের নাটক প্রচার করা হয়: বাণিজ্য উপদেষ্টা
  • আদানিকে বকেয়ার ৩ কোটি ডলার পরিশোধ, আরও ৭ কোটি দেবে এ মাসেই
  • রমজান উপলক্ষে ১০ পণ্যের আমদানিতে নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দে
  • প্রতিবন্ধিতা জয় করে পত্রিকা বিলি করছেন যশোরের আকরাম
  • বসুন্ধরার‌‌‌‌ ‘ই’ ব্লকে হেরিটেজ সুইটসের তৃতীয় শাখার যাত্রা
  • জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১৮ প্রকল্প অনুমোদন
  • ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ধসিয়ে দিয়েছে রাশিয়া, অন্ধকারে বিভিন্ন অঞ্চল