বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বিজয় দত্ত। তবে একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন খেলার মাঠে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আজ বুধবার সকালে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, বিজয় দত্ত ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজির ষষ্ঠ পর্বের শিক্ষার্থী ছিলেন। বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ তাঁর মৃত্যু হয়। সেখানে কোনো আঘাত পাননি তিনি। তিনি পরিবারের সঙ্গে নগরের আগ্রাবাদ এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলায়। উপজেলার তৈলার দ্বীপ এলাকার শিবলু দত্তর ছেলে বিজয়।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন প্রথম আলোকে বলেন, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান তাঁর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: টবল খ ল ফ টবল খ

এছাড়াও পড়ুন:

‘জেমস বন্ড’ সিরিজের পরিচালক মারা গেছেন

‘জেমস বন্ড’খ্যাত হলিউড পরিচালক লি তামাহরি মারা গেছেন। গত ৭ নভেম্বর নিউ জিল্যান্ডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তারকা পরিচালক। তার বয়স হয়েছিল ৭৫ বছর। খবর দ্য গার্ডিয়ানের।  

নিউ জিল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরএনজেড-কে পাঠানো একটি বিবৃতিতে লি তামাহরির মৃত্যুর খবর জানিয়েছে তার পরিবার। বিবৃতিতে বলা হয়েছে, ৭ নভেম্বর মারা গেছেন লি তামাহরি। এসময় পরিবারের সদস্যরা তার পাশেই ছিলেন। পারকিনসন রোগে ভুগছিলেন লি। 

আরো পড়ুন:

অস্কার মনোনীত অভিনেত্রী ডায়ান মারা গেছেন

হলিউডে সৃজিতের নয়া মিশন

এ বিবৃতিতে আরো বলা হয়েছে, “কারিশম্যাটিক লিডার ও অদম্য সৃজনশীল আত্মা লি, পর্দা ও পর্দার পেছনে মাওরিদের তুলে ধরেছেন। আমরা অসাধারণ একজন সৃজনশীল মানুষকে হারিয়েছি।” 

১৯৫০ সালে নিউ জিল্যান্ডের ওয়েলিংটনে জন্মগ্রহণ করেন তামাহরি। তার পিতা মাওরি বংশোদ্ভুত এবং মাতা ব্রিটিশ বংশোদ্ভুত। লি তামাহরি পরিচালিত প্রথম সিনেমা ‘ওয়ান্স ওয়ার ওয়ারিয়র্স’। এটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এটি মাওরিদের জীবনের নির্মম চিত্র। মুক্তির পর এটি নিউ জিল্যান্ডের সিনেমায় মাইলফলক হয়ে দাঁড়ায়। চলচ্চিত্রজগতে লি তামাহরিকে উজ্জ্বল ও নতুন কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করে। 

এরপর হলিউডে কাজের প্রস্তাব পান লি তামাহরি। ১৯৯৭ সালে সার্ভাইভাল থ্রিলার ঘরানার ‘দ্য এজ’ সিনেমা নির্মাণ করেন। এতে অভিনয় করেন অ্যান্থনি হপকিনস ও অ্যালেক বল্ডউইন। ২০০১ সালে নির্মাণ করেন ‘অ্যালং কেইম আ স্পাইডার’ সিনেমা। লি তার সবচেয়ে বড় প্রকল্প হাতে নেন ২০০২ সালে। জেমস বন্ড সিরিজের এই সিনেমার নাম ‘ডাই অ্যানাদার ডে’। এটি মুক্তির পর বিশ্বব্যাপী নজরকাড়েন এই নির্মাতা। এতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন পিয়ার্স ব্রসনান। আলোচিত ‘বন্ড’ সিরিজে এটিই পিয়ার্সের শেষ সিনেমা।  

পরবর্তী সময়ে ‘এক্সএক্সএক্স: স্টেট অব দ্য ইউনিয়ন’, ‘নেক্সট’, ‘দ্য ডেভিল’স ডাবল’ নির্মাণ করলেও তেমন সাড়া ফেলতে পারেনি; বক্স অফিসেও পারফরম্যান্স তেমন ভালো ছিল না। এরপর কিছুটা বিরতি নিয়ে নিজ দেশ নিউ জিল্যান্ডে ফিরেন লি। ২০১৬ সালে আবারো চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। নির্মাণ করেন—‘মাহানা’, ‘দ্য কনভার্ট’। এ দুটো সিনেমা এই নির্মাতার শেষ দিকের কাজ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • অভিনেত্রী সালি কর্কল্যান্ড মারা গেছেন
  • নুটেলা ব্রেডের রেসিপি
  • ৫ ক‌্যাচ ছেড়ে আয়ারল‌্যান্ডের ৮ উইকেট নিল বাংলাদেশ
  • বিপিএলের নিলামের আদ‌্যোপান্ত
  • অপর্ণা কোথায়
  • কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা নিয়ে ওমর আবদুল্লাহ-বিজেপি কাজিয়া তীব্র হচ্ছে
  • পার্বতীপুর-সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইনের ১৭ কিলোমিটারের তার চুরি
  • আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ
  • ‘জেমস বন্ড’ সিরিজের পরিচালক মারা গেছেন