জাতীয় নাগরিক কমিটির যুব সংগঠন জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখা থেকে ৩১ সদস্যর পদত্যাগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যর এ কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই ৩১ জন পদত্যাগের ঘোষণা দেন। তাঁরা নিজ নিজ ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ ঘোষণা দিয়েছেন।

সংগঠনটির জেলা সূত্র জানায়, ৪১ সদস্যর এ কমিটিতে আহ্বায়ক নুর আলম ও সদস্যসচিব শিহাব উদ্দিন। এ কমিটি ঘোষণার পর প্রথমেই পদত্যাগের ঘোষণা দেন সংগঠনের জেলা কমিটিচর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত। এরপর যুগ্ম সদস্যসচিব জহির আহমেদ ছাড়া এ পদে থাকা অন্য সব যুগ্ম সদস্যসচিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবসহ বিভিন্ন পদধারী নেতারা একে একে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের অভিযোগ, যাঁরা সংগঠনের জন্য কাজ করেছেন তাঁদের মূল্যায়ন করা হয়নি। বরং তদবিরের ভিত্তিতে কমিটিতে পদ দেওয়া হয়েছে। যাঁরা কাজ করেছেন, তাঁরা উপেক্ষিত হয়েছেন। এ কারণে তাঁরা সংগঠনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

জানতে চাইলে কমিটি থেকে পদত্যাগ করা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত প্রথম আলোকে বলেন, ‘যুবশক্তির সাংগঠনিক চাহিদা অনুযায়ী আমরা মৌখিক পরীক্ষা দিয়েছি। এরপর ৪১ সদস্য একটি কমিটি জমা দিয়েছি। কিন্তু আমাদের কমিটির অনুমোদন না দিয়ে তদবিরের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়েছে। এ কারণে কমিটির ৪১ জন সদস্যের মধ্যে ৩১ জন এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সদস যসচ ব স গঠন

এছাড়াও পড়ুন:

পার্বতীপুর-সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইনের ১৭ কিলোমিটারের তার চুরি

দিনাজপুরের পার্বতীপুর থেকে নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত ৩৩ হাজার ভোল্টেজের সরকারি সঞ্চালন লাইনের প্রায় ১৭ কিলোমিটারের অ্যালুমিনিয়াম তার চুরি হয়েছে। প্রতিটি লাইনে তিনটি করে তার থাকায় মোট প্রায় ৫১ কিলোমিটার তার চুরি গেছে।

এই সঞ্চালন লাইনটি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর আওতাধীন। সৈয়দপুরের শেষ সীমা থেকে পার্বতীপুর নেসকো কার্যালয় পর্যন্ত খুঁটির ওপর দিয়ে বিদ্যুৎ পরিবহন হতো। সম্প্রতি চোরের দল ওই খুঁটির তার কেটে নিয়ে যায়। অভিযোগ আছে, বিদ্যুৎ বিভাগের গাফিলতি ও অসাধু কর্মকর্তাদের মদদে পরিকল্পিতভাবে এই চুরি হয়েছে।

সৈয়দপুর পাওয়ার গ্রিড থেকে ৩৩ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনের মাধ্যমে পার্বতীপুর নেসকো কার্যালয়ে বিদ্যুৎ সরবরাহ করা হতো। ২০২০ সালে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র (৫২৫ মেগাওয়াট) চালু হওয়ার পর পার্বতীপুর নেসকো অফিস ওই কেন্দ্র থেকে নতুন করে ১৫ কিলোমিটার ৩৩ হাজার ভোল্টেজের গ্রিড সংযোগ নেয়। এরপর থেকে সৈয়দপুর গ্রিডের লাইনটি অকার্যকর হয়ে পড়ে। দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় থাকার সুযোগে চোরেরা রাতে পার্বতীপুর নেসকো কার্যালয়ের সামনে থেকেই সঞ্চালন লাইনের তার কেটে নিয়ে যায়।

আজ সোমবার সরেজমিন দেখা যায়, সৈয়দপুর গ্রিড থেকে শুরু হয়ে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনী বাজার, পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের মুন্সিপাড়া, বেলাইচন্ডি বাজার, জাকেরগঞ্জ ও বান্নিনরঘাট গ্রামের পাশ দিয়ে ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইনটি গেছে। এ লাইন পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম ধার ঘেঁষে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার পাশ দিয়ে শহরে ঢুকেছে। এরপর কেন্দ্রীয় বাসটার্মিনালের পূর্ব দিক হয়ে সুন্দরীপাড়া রেলগেট পর্যন্ত খুঁটি স্থাপন করা হয়, যা পার্বতীপুর বিদ্যুৎ অফিসে যুক্ত ছিল। বর্তমানে ওই খুঁটিগুলো তারবিহীন অবস্থায় দাঁড়িয়ে আছে।

বেলাইচণ্ডি বুড়িরঘাট এলাকার নাম প্রকাশ না করার শর্তে কয়েক বাসিন্দা বলেন, কে বা কারা তার নিয়ে গেছে, তাঁরা জানেন না।

পার্বতীপুর বিক্রয় ও বিতরণ কেন্দ্র নেসকো কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী হাসিবুর রহমান বলেন, ‘পার্বতীপুর থেকে সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইনের তার চুরির ঘটনা ঘটেছে। আমি বর্তমানে ছুটিতে আছি, ছুটি শেষে বিষয়টি নিয়ে কথা বলব।’

চুরির বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা বলেন, তথ্য নিতে হলে অফিসে তথ্য অধিকার ফরম আছে, তা পূরণ করে তথ্য নিতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ফুটবল খেলতে খেলতে মাঠেই ঢলে পড়লেন তরুণ, হাসপাতালে মৃত ঘোষণা
  • অভিনেত্রী সালি কর্কল্যান্ড মারা গেছেন
  • নুটেলা ব্রেডের রেসিপি
  • ৫ ক‌্যাচ ছেড়ে আয়ারল‌্যান্ডের ৮ উইকেট নিল বাংলাদেশ
  • বিপিএলের নিলামের আদ‌্যোপান্ত
  • তিন ভাগে বিভক্ত ছাত্রদল, ঝুলে আছে প্রার্থিতার সিদ্ধান্ত
  • অপর্ণা কোথায়
  • কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা নিয়ে ওমর আবদুল্লাহ-বিজেপি কাজিয়া তীব্র হচ্ছে
  • পার্বতীপুর-সৈয়দপুর ৩৩ হাজার ভোল্টেজ সঞ্চালন লাইনের ১৭ কিলোমিটারের তার চুরি