সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ছাত্রীকে ডাস্টার দিয়ে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমদের বিরুদ্ধে।

রবিবার (৯ নভেম্বর) বেলা ৩টার দিকে বিদ্যালয়ের ক্লাসরুমে এ ঘটনা ঘটে। তবে, মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আহত ছাত্রীর নাম সাইদা বেগম (১৪)। তিনি উপজেলার পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মুজিবুর রহমানের মেয়ে এবং ওই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমেদ ক্লাসে পড়ানোর সময় সপ্তম শ্রেণির ছাত্রী সাইদাকে ডাস্টার দিয়ে আঘাত করেন। এতে ওই ছাত্রীর মাথা ফেটে যায়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে তাকে চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও অভিভাবকরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিচারের দাবি জানান।

জগন্নাথপুর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/মনোয়ার/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সাড়ে ৪ মাস আগের অবস্থানে পুঁজিবাজারের সূচক-লেনদেন

চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ফলে, পুঁজিবাজারে সূচকের পতনের ধারা অব্যাহত আছে। ধারাবাহিক দরপতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার ৮০০ পয়েন্টের ঘরে নেমেছে। 

এ দিনে আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন অনেক কমেছে। সাড়ে চার মাস আগের অবস্থানে নেমে এসেছে লেনদেন।

আরো পড়ুন:

এনভয় টেক্সটাইলসের মুনাফা বেড়েছে ৪৯.৬৭ শতাংশ

সাত কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের উত্থান

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। বুধবার সকালে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে, লেনদেন শুরুর ৩০ মিনিট পর থেকে সূচকের পতন দেখা যায়। লেনদেনের শেষ পর্যন্ত সূচকের পতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল। কয়েক মাসের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন অনেক কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৭.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২৫ পয়েন্টে। এর আগে চলতি বছরের গত ২৫ জুন সূচকটি ছিল ৪ হাজার ৭৬৮ পয়েন্টে। বুধবার সূচকটি সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।

এদিন ডিএসই শরিয়াহ সূচক ১১.২২ পয়েন্ট কমে ১ হাজার ৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮.১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৩টি কোম্পানির, কমেছে ৩০১টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।

বুধবার ডিএসইতে মোট ২৯০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর আগে চলতি বছরের ১৫ জুন সর্বশেষ ৩০০ কোটির নিচে লেনদেন হয়েছিল।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৬৭.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪৪৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১২০.৮৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৬১৭ পয়েন্টে, শরিয়াহ সূচক ৫.৯২ পয়েন্ট কমে ৮৬০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৭.৭৯ পয়েন্ট কমে ১২ হাজার ৩২৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩২টি কোম্পানির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত আছে ১৩টির।

সিএসইতে ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ