বাড্ডায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
Published: 12th, November 2025 GMT
রাজধানীর মধ্য বাড্ডা এলাকার কমিশনার গলির একটি মেস থেকে মামুন শিকদার (৩৯) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদকসংক্রান্ত কারণে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আজ বুধবার ভোরে মামুনের মরদেহ উদ্ধার করা হয় বলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানিয়েছেন। নিহত মামুন শিকদার পেশায় একজন গাড়িচালক। তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আলগী গ্রামের আবদুল খালেক শিকদারের ছেলে।
পুলিশ বলছে, বাড্ডার একটি বাসায় মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মামুন শিকদার গুলিবিদ্ধ হন। যেই বাসায় তিনি গুলিবিদ্ধ হন, সেটি আরেকজনের বাসা ছিল। মরদেহ উদ্ধারের সময় ওই বাসা থেকে ইয়াবা পাওয়া গেছে, যার কারণে মাদক সেবন বা কেনাবেচা–সংক্রান্ত কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাসায় দুজন ব্যক্তি থাকতেন। তাঁরা হত্যাকাণ্ডের পর পালিয়ে গেছেন। পুলিশ তাঁদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহত ব্যক্তির পরিবার বাদী হয়ে হত্যা মামলা করবে। মামলা এখনো হয়নি, প্রস্তুতি চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কিউকমের সিইও রিপনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি
প্রতারণা করে ৩৪ গ্রাহকের ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়াকে কারাফটকে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আজ বুধবার এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন জানান, আজ রিমান্ড শুনানির জন্য আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার আনিসুর রহমান মোড়ল তাঁর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাফটকে এক দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
গত সোমবার রাত ১২টার দিকে খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ ফিট এলাকা থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতারণা করে ৩৪ গ্রাহকের ১ কোটি ৩০ লাখ ৩ হাজার ৭৮৯ টাকা আত্মসাতের অভিযোগে সুজন মিয়া নামের একজন বাড্ডা থানায় এ মামলা করেন।
আরও পড়ুনকিউকমের কর্ণধার রিপন মিয়ার সম্পদ জব্দ করে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের২৮ জুলাই ২০২৫মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ৩০ মে থেকে ১৯ জুলাই পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে তাঁরা ৩৪ জন বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য কেনার জন্য টাকা দেন। শর্ত অনুযায়ী ৭ থেকে ৩৫ কার্যদিবসের মধ্যে মোটরসাইকেল সরবরাহ করার কথা থাকলেও তার প্রোডাক্ট বা টাকা ফেরত দেয়নি। অফিসে যোগাযোগ করেও তাঁরা সাড়া পাননি। আইনি পদক্ষেপ নেওয়ার কথা বললে তাঁরা বিভিন্ন ধরনের হুমকি দেন।
এ মামলায় গত ১১ আগস্ট গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন প্রতিষ্ঠানের জিএম অ্যান্ড হেড অব অফিসার মোহাম্মদ আমানউল্লাহ খান।