পাখি শিকার করে ফেসবুক লাইভে রান্না, যুবকের অর্থদণ্ড
Published: 12th, November 2025 GMT
পটুয়াখালীর কলাপাড়ায় ২০টি ঘুঘু ও শালিক পাখি শিকারের পর রান্না করে খাওয়ার দায়ে বায়েজিদ আমীন (২৭) নামের এক যুবককে ১০ হাজার টাকা দণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ফেসবুকে পাখির মাংস রান্নার ভিডিও দেখে বুধবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলী পাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীকের নেতৃত্বে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
এ সময় কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোসারেফ হোসেন ও অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসেনর এমন পদক্ষেপের জন্য সাধুবাদ জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টায় ওই যুবক বন্ধুদের নিয়ে ফেসবুক লাইভে এসে পাখির মাংস রান্না করেন।
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেছেন, বাংলাদেশে ৭০০ ধরনের পাখি শিকার হত্যা, আটক ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বেআইনি। ওই যুবকে ঘুঘু ও শালিক পাখি রান্না করে এবং তা ফুসবুকে লাইভ করে। বিষয়টি নজরে আসার পরপরই আমরা উপজেলা প্রশাসনকে অবহিত করি। পরে এসিল্যান্ড মহোদয় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেছেন, অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে এক যুবককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে সে অর্থ পরিশোধ করে এবং পাখি শিকার না করার মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/ইমরান/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ সব ক উপজ ল
এছাড়াও পড়ুন:
সাবেক মন্ত্রী নওফেলের বাসায় তল্লাশি, আটক ৭
চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ২ নম্বর গেটের মেয়র গলি চশমা হিলের বাসভবনে তল্লাশি চালানো হয়।
আরো পড়ুন:
নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে সারা দেশে নিরাপত্তা জোরদার
অপরাধজগতের দ্বন্দ্বে খুন, মামুনকে দুই লাখ টাকার বিনিময়ে গুলি করেন দুজন
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কয়েকজন নওফেলের বাড়িতে জড়ো হচ্ছেন—ফেসবুকে একজন জুলাই যোদ্ধার দেওয়া স্ট্যাটাস পুলিশের নজরে আসে। সেই সূত্র ধরে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় তল্লাশি চালায় পুলিশ। পরে সেখান থেকে সাতজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।’’
ঢাকা/রেজাউল/রাজীব