মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রেলপথের ওপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে রেলপথের ওপর বেশ কয়েকটি স্লিপার পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এই রেলপথ দিয়ে প্রতিদিন সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনগুলো চলাচল করে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে স্থানীয় লোকজন দ্রুত বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেলপথের ওপর থাকা স্লিপারগুলো সরিয়ে ফেলেন।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার পলাশ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যদি সেই সময়ে কোনো ট্রেন ওই পথে চলাচল করত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। বিষয়টি আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো.

মাহফুজুল কবির বলেন, দুর্বৃত্তরা রেলপথের ওপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। তাঁরা ঘটনাটিকে নাশকতার প্রচেষ্টা হিসেবে দেখছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র লপথ র ওপর দ র ঘটন

এছাড়াও পড়ুন:

মৌলভীবাজারের মাঠে মাঠে সোনালী ধানের হাতছানি

মৌলভীবাজারে অনুকূল আবহাওয়ায় আমনের ফলন ভালো হয়েছে। কৃষকের মনে বিরাজ করছে আনন্দ। আর কয়েকদিন পরে শুরু হবে হেমন্তের ধান কাটার উৎসব। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি মৌসুমে প্রকৃতিতে রোদ-বৃষ্টির অপূর্ব এক ভারসাম্য বিরাজমান ছিল। এতে বৃষ্টির সাথে হালকা বাতাসে খেতের মাঠে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় উপকারী সার নাইট্রোজেন। যা ধানি জমির উর্বরা শক্তি কয়েকগুণ বাড়িয়ে দেয়। ধান গাছের নিচে জমে থাকা পরিমিত পানি প্রচুর খাদ্য ও শক্তি যোগায়। এর প্রভাবে চলতি মৌসুমে মৌলভীবাজারে ভালো ফলন হয়েছে আমনের। বিস্তীর্ণ মাঠ জুড়ে দুলছে সোনালী ধানের শীষ। আনন্দে ভরে উঠেছে কৃষকের মন।

মৌলভীবাজারের মনু, ধলাই হাকালুকি আর কাওয়াদীঘি হাওর পারের ক্ষেতের মাঠে এখন ধানি আমেজ।

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে ৯৮ হাজার ২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। জলাবদ্ধতার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৫ হেক্টর চাষবাদ কম হয়েছে। তবে ফলন ভালো হওয়ায় ধান উৎপাদনের মাত্রা ঠিক থাকবে।

কৃষকরা জানিয়েছেন শঙ্কা কেটে গেছে, বিগত কয়েক বছর পর পরিমিত রোদ বৃষ্টির কারণে ধানের ফলন ভালো হয়েছে। আর কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে গোলায় ধান তুলতে পারবেন তারা।

এখন হেমন্তের সোনালী রোদে ঝলমল করছে আমন ধানের সেই মাঠ। মৌলভীবাজারের রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়াসহ জেলার সাত উপজেলার মাঠে মৃদু হাওয়ায় দুলছে সোনালী ধানের শীষ।

কৃষি বিভাগ জানিয়েছে, জলাবদ্ধতার কারনে চলতি মৌসুমে প্রায় ১৫ হেক্টর জমিতে আমন চাষ হয়নি। সারা জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৮ হাজার ৩৫ হেক্টর। আগাম জাতের বিনা-১৭ ও ৭ ব্রি - ধান ৭১-৭৫সহ কিছু জাত টিকে আছে। তবে কৃষকদের উদ্বুদ্ধ করায় নতুন জাতের বি ধান-১০৩ লাগানোর পর এখন সোনালী ধানে মাঠ ভরে উঠেছে।

সরেজমিনে কমলগঞ্জের শ্রীনাথপুর, মুন্সিবাজারের রূপসপুর, শ্যামের কোনা এবং রাজনগরের বালিসহ, বড়গাও, মনসুরনগর ও কুলাউড়া উপজেলা হাওর হাকালুকি জাবদা এলাকার খেতের মাঠে গিয়ে দেখা গেছে, ধানের শীষে বাতাসে ঢেউ খেলছে।

স্থানীয় কৃষকরা বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে ছিল। রোদ ও বৃষ্টি ভারসাম্য থাকায় বিগত কয়েক বছরে আমন ধানের ফলন ভালো হয়েছে। এবারের ধানে তেমন চিটা হয়নি।

কমলগঞ্জ উপজেলার শ্যামেরকোনা গ্রামের আব্দুল আহাদ বলেন, “ভালো ফলন হওয়ায় ২৫ বিঘা খেতে ৪৫০ মন ধান গোলায় উঠার আশা রাখি। ফসলে আর কোনো ক্ষতি হবে এমন শঙ্কা কমে গেছে।”

রাজনগর উপজেলার বালিসহর গ্রামের মোস্তফা মিয়া বলেন, ‘‘আমন খেতের আশা ছেড়ে দিয়েছিলাম। ২৪ সালের বানের পানির সাথে পলি মাটি আসার পর থেকে এলাকার জমিতে ফসল ভালো হচ্ছে। এখন মাঠের সোনালী ধান মন কেড়ে নেয়।”

রাজনগর ঘরগাও গ্রামের আব্দুর রহীম বলেন, “আট বিঘা জমিতে বি-১০৩ নতুন জাতের ধান রোপন করেছি। ফলন ভালো হয়েছে। এখন যদি আর কোন বিপর্যয় না আসে, তবে গোলায় ধান উঠবে।”

কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর পারের জাবদা গ্রামের সুমন মিয়া। প্রবাসে যাওয়ার ইচ্ছা ত্যাগ করে কৃষি খেতে মন দিয়েছেন। তিনি চলতি মৌসুমে ১২ বিঘা জমিতে ধান চাষ করে লাভবান হওয়ার আশায় আছেন।

মৌলভীবাজার কৃষি অধিদপ্তরের উপ- পরিচালক কৃষিবিদ মো. জালাল উদ্দিন বলেন, “চলতি মৌসুমে আমাদের আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯৮ হাজার ৩৫ হেক্টর। চাষাবাদ হয়েছে ৯৮ হাজার ২০ হেক্টর। ১৫ হেক্টর জমিতে আমন চাষ হয়নি। চলতি মৌসুমে পরিমিত বৃষ্টি হওয়ায় ধানি জমিতে পানি থাকায় ধানের খাদ্যে ঘাটতি দেখা দেয়নি। এতে ফলন ভালো হয়েছে। ধানে চিটা হবে না। ফলন ভালো হওয়ায় ধান উৎপাদনের মাত্রা ঠিক থাকবে।”

ঢাকা/আজিজ/এস

সম্পর্কিত নিবন্ধ

  • মৌলভীবাজারের মাঠে মাঠে সোনালী ধানের হাতছানি