‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন ও জড়িতদের স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (‎১২ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

জাবিতে প্রাইভেট কারের ধাক্কায় ২ শিক্ষার্থী আহত, চালকসহ আটক ৩

অনার্সের ফল প্রকাশের আগেই বিসিএস ক্যাডার হলেন ঢাবির খাদিজা

‎‎দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হরিশ রায় বলেন, “আমাদের বিভাগের শিক্ষক ড.

শাকিবুল ইসলামের স্থায়ী বহিষ্কার করতে হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্য যেসব শিক্ষকের নামে যৌন হয়রানীর অভিযোগ আছে, তাদেরও শাস্তির আওতায় আনতে হবে। যদি তদন্তের নামে মুলা ঝুলানো হলে বেরোবির শিক্ষার্থীরা মাঠে নামবে।”

‎অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলবীর বলেন, “আমাদের একটাই দাবি, আমরা যৌন নিপিড়কদের স্থায়ী বহিষ্কার চাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়কদের স্থায়ী বহিষ্কার হয়েছে। শাস্তি না হওয়ার কারণে আমাদের এখানেও দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের শিকলটা ভেঙ্গে স্থায়ী বহিষ্কারের দিকে যাক।”

‎এর আগে, গত ৪ নভেম্বর যৌন হয়রানির অভিযোগে ড. শাকিবুল ইসলামকে একাডেমিক কার্যক্রম থেকে অবহ্যাতি দেওয়া হয়েছে। অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার অনুরোধক্রমে নির্দেশ দিয়েছে।

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব শ বব দ য

এছাড়াও পড়ুন:

যৌন নির্যাতনের অভিযোগ জাহানারার: তদন্ত কমিটিতে আরো ২ জন

জাহানারা আলমসহ একাধিক নারী ক্রিকেটার গণমাধ‌্যমে যৌন হয়রানি নিয়ে অভিযোগ তুলেছেন। শুরুটা করেছিলেন জাহানারা আলম।

এক সাক্ষাৎকারে জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন।

আরো পড়ুন:

বেরোবিতে যৌন হয়রানিকারীদের স্থায়ী বহিষ্কার দাবি

ইবিতে ছাত্রীর পোশাক নিয়ে শিক্ষকের কটূক্তি, শিক্ষার্থীদের প্রতিবাদ

পিরিয়ডের কথা জানতে চেয়ে বাজে প্রস্তাব দেওয়া, হ্যান্ডশেকের বদলে জড়িয়ে ধরার অভিযোগও এনেছেন তিনি।

জাহানারা দাবি করেছেন, অসংখ্যবার বিসিবিকে এসব যৌন নির্যাতনের কথা অভিযোগ আকারে জানিয়েছেন তিনি। কোন প্রতিকার পাননি। তার অভিযোগের পর রুমানা আহমেদ, সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ রেশমা আক্তার আদুরি নিজেদের তিক্ত অভিজ্ঞতা গণমাধ‌্যমে জানান।

অভিযোগের প্রেক্ষিতে বিসিবি তিন সদস‌্যের তদন্ত কমিটি গঠন করেছিল। সেই তালিকায় মঙ্গলবার (১১ নভেম্বর) আরো দুইজনকে যুক্ত করেছে বিসিবি।

তারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং বাংলাদেশের আইন কমিশনের বর্তমান সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান।

এর আগে, বিসিবির তিন সদস‌্যের তদন্ত কমিটিতে ছিলেন, সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম, বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার সারওয়াত বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রীও। কমিটির আহ্বায়ক করা হয় বিচারক তারিক উল হাকিমকে।

বাংলাদেশ নারী দলের হয়ে ১৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাহানারা। নারী ক্রিকেটারদের প্রথম সারির সেনানিদের একজন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন। সেখানে ক্রিকেট খেলার পাশাপাশি লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করেছেন।

মঞ্জুকে ২০২০ সালের অক্টোবরে নারী ক্রিকেটের প্রধান নির্বাচক করা হয়। পরে টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। এছাড়া, বাংলা টাইগার্সের প্রোগ্রাম ম্যানেজার ছিলেন তিনি। এখন চায়নাতে অবস্থান করছেন। সেখানে চায়না জাতীয় নারী দলের কোচের ভূমিকায় কাজ করছেন।

যৌন নিপীড়নের অভিযোগের পর তোপের মুখে পড়েছেন মঞ্জু। নীরবতা ভেঙে তিনি জানিয়েছেন, বিসিবির তদন্ত কমিটির মুখোমুখি হতে তিনি প্রস্তুত। একইসঙ্গে রাষ্ট্রীয়ভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হলে সেখানেও নিজের কথা বলতে চান জাতীয় দলের সাবেক এই পেসার।

এদিকে, তদন্ত সুষ্ঠু হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিসিবির প্রভাবশালী পরিচালক থেকে শুরু করে নানা পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তারা দায়িত্বে থাকলে তদন্তে প্রত্যক্ষ-পরোক্ষ প্রভাবের শঙ্কা থাকে। তদন্ত চলাকালে অভিযুক্তদের তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে।

ঢাকা/ইয়াসিন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ