কিউকমের সিইও রিপনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি
Published: 12th, November 2025 GMT
প্রতারণা করে ৩৪ গ্রাহকের ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়াকে কারাফটকে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আজ বুধবার এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন জানান, আজ রিমান্ড শুনানির জন্য আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার আনিসুর রহমান মোড়ল তাঁর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাফটকে এক দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
গত সোমবার রাত ১২টার দিকে খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ ফিট এলাকা থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতারণা করে ৩৪ গ্রাহকের ১ কোটি ৩০ লাখ ৩ হাজার ৭৮৯ টাকা আত্মসাতের অভিযোগে সুজন মিয়া নামের একজন বাড্ডা থানায় এ মামলা করেন।
আরও পড়ুনকিউকমের কর্ণধার রিপন মিয়ার সম্পদ জব্দ করে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের২৮ জুলাই ২০২৫মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ৩০ মে থেকে ১৯ জুলাই পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে তাঁরা ৩৪ জন বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য কেনার জন্য টাকা দেন। শর্ত অনুযায়ী ৭ থেকে ৩৫ কার্যদিবসের মধ্যে মোটরসাইকেল সরবরাহ করার কথা থাকলেও তার প্রোডাক্ট বা টাকা ফেরত দেয়নি। অফিসে যোগাযোগ করেও তাঁরা সাড়া পাননি। আইনি পদক্ষেপ নেওয়ার কথা বললে তাঁরা বিভিন্ন ধরনের হুমকি দেন।
এ মামলায় গত ১১ আগস্ট গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন প্রতিষ্ঠানের জিএম অ্যান্ড হেড অব অফিসার মোহাম্মদ আমানউল্লাহ খান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চেয়েছে।
এদিকে, কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনায় নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে
ভুটানের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের ডিএসই পরিদর্শন
বুধবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানির নাম ‘এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হয়েছে।
নাম সংশোধন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।
ঢাকা/এনটি/মেহেদী