বন্দরে দেশবিরোধী সকল ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

‎‎বুধবার ( ১২ নভেম্বর) বিকেল লাঙ্গলবন্দ - মদনপুর ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। এসময়ে দেশবিরোধী আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে শ্লোগান দেয় তারা।

‎‎শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, হুমায়ূন কবির, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, যুগ্ম সম্পাদক অনিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, মুছাপুর ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মাকসুদ হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ২৫নং ওয়ার্ড আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাবেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন,বিএনপি নেতা নয়ন, পানা উল্লাহ্সহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ ব এনপ র আওয় ম

এছাড়াও পড়ুন:

বালিকাদের ব্যাডমিন্টন (অনুর্ধ্ব-১৬) প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বালিকাদের ব্যাডমিন্টন (অনুর্ধ্ব-১৬) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রতিযোগিদের মাঝে জার্সি বিতরণ করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাছলিমা শিরিন, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর উপজেলা, নারায়ণগঞ্জ। 

ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার, (অঃদাঃ) নারায়ণগঞ্জের অনুষ্ঠানের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আতিকুল রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), নারায়ণগঞ্জ, ফারুখ আহমদ, প্রধান শিক্ষক, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ ও জনাব নাজমুন্নাহার খানম, গবেষনা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ উপস্থিত ছিলেন। 

উক্ত প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৪৫ জন বালিকা অংশগ্রহণ করে। বালিকাদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীরা কৌশল ও মেধার প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শিক্ষক ও স্কুলের ছাত্রছাত্রীবৃন্দরা। 

এ ধরনের আয়োজন আগামী প্রজন্মকে ক্রীড়ামুখী ও স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন এবং সভাপতি অনুষ্ঠানের সমাপ্ত করেন।
 

সম্পর্কিত নিবন্ধ