মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজকের দুপুরটা ছিল জমজমাট। মাঠের পাশে সংবাদ সম্মেলনের মঞ্চ, টিভি ক্যামেরা। ধোয়ামোছার ব্যস্ততা চলছিল দিনভর। অনেক দিন পর যেন প্রাণ ফিরে পেল দেশের একমাত্র হকি স্টেডিয়াম।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের সিরিজ শুরু হবে কাল। তার আগে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হলো সিরিজপূর্ব সংবাদ সম্মেলন। সিরিজের জয়ী দল সুযোগ পাবে হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার।

ভারতে গিয়ে এশিয়া কাপে অংশ না নেওয়া পাকিস্তানকে এই প্লে–অফ সিরিজ খেলার সুযোগ দিয়েছে বিশ্ব হকি ফেডারেশন। ষষ্ঠ হওয়া বাংলাদেশের সঙ্গে তারা প্লে-অফ খেলছে। আগামীকাল বেলা দুইটায় প্রথম ম্যাচ, শুক্রবার বেলা তিনটায় দ্বিতীয় ও ১৬ নভেম্বর তৃতীয় ম্যাচ।

পাকিস্তানের প্রধান কোচ তাহির জামান দলের অভ্যন্তরীণ সমস্যায় সফর থেকে সরে দাঁড়িয়েছেন। পাকিস্তান হকির ঐতিহ্য বহু পুরোনো। সাবেক অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন তারা। অনেক বছর ধরে সেই দাপট আর না থাকলেও পাকিস্তান এখনো বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরের এক দলই। বাংলাদেশ কখনোই হারাতে পারেনি তাদের। ১৯৭৮ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ ১৭-০ গোলে উড়ে গিয়েছিল।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অন্যতম সেরা ফল ঢাকায় ১৯৮৫ সালে এশিয়া কাপে তুমুল লড়াই করে ১-০ গোলে হার। ১৯৯৫ মাদ্রাজ সাফ গেমসেও দারুণ লড়ে ৩-২।
মাদ্রাজের সেই ম্যাচ নিয়ে বাংলাদেশের অধিনায়ক মামুন উর রশিদ বলেন, ‘গেমসে পাকিস্তান এসেছিল বিশ্বকাপ জিতে। আমরা ৩-২ গোলে হারি। ওরা ৩টি গোলই করে পেনাল্টি স্ট্রোক থেকে। তৃতীয় স্ট্রোকটি ছিল বিতর্কিত। ভারত-পাকিস্তান ফাইনাল আয়োজনের জন্যই সেদিন পাকিস্তানের পক্ষে বাঁশি বাজায় আম্পায়ার।’

দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছে ২০২৩ এশিয়ান গেমসে। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৮-০ গোলে। অতীত রেকর্ড বলছে, বাংলাদেশের পক্ষে পাকিস্তানকে হারানো প্রায় অসম্ভবই। বাংলাদেশ কোনোভাবে জিতে গেলে সেটি হবে অঘটন।

বাংলাদেশ হকি অধিনায়ক রেজাউল করিম ও কোচ সিগফ্রাইড আইকম্যান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, চাকরি গেল প্রাথমিক শিক্ষিকার

বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. মুসলেমা খাতুনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আরো পড়ুন:

ঢাবিতে ডিনস অ্যাওয়ার্ড পেলেন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী

জবি ছাত্রদলের ২ গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১২

জানা গেছে, ২০২২ সালের ১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত মুসলেমা খাতুন। দীর্ঘদিন অনুপস্থিতির জন্য কর্তৃপক্ষের কাছে কোনো ছুটির আবেদনও করেননি তিনি। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত নিয়ম অনুযায়ী, বিনা অনুমতিতে কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা গুরুতর অপরাধ। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশেরও জবাব দেননি তিনি। তাই সরকারি বিধি অনুযায়ী, তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘‘চাকরির শৃঙ্খলা ভঙ্গের অপরাধে মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুসলেমা খাতুনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তিনি বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এতে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত ও শিশুদের লেখাপড়ার বিঘ্নিত হয়েছে। ওই শিক্ষিকাকে অপসারণের মাধ্যমে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।’’

ঢাকা/শিয়াম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ