পিয়াল-স্মরণের নতুন গান ‘বলো না তুমি কোথায়’
Published: 12th, November 2025 GMT
এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী পিয়াল হাসান ও নোশিন তাবাসসুম স্মরণ দ্বৈতভাবে গেয়েছেন রোমান্টিক ঘরানার গান ‘বলো না তুমি কোথায়’। গানটির কথা ও সুর করেছেন কামরুন্নাহার শিপু, আর সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান।
পুবাইলের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটির ভিডিও। প্রেম, বিচ্ছেদ ও স্মৃতিমাখা আবেগে সাজানো এই গানের ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া ও শান সায়েক। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র, অভিনেত্রী জারিন রহমান, সঙ্গে রয়েছেন শিল্পী পিয়াল হাসান ও নোশিন তাবাসসুম স্মরণ। সিনেমাটোগ্রাফিতে ছিলেন আল আমিন।
আরো পড়ুন:
আফগানিস্তানে প্রতি ১০টির মধ্যে ৯টি পরিবারই অনাহারে বা ঋণে জর্জরিত: ইউএনডিপি
ঢাকায় পৌঁছেছেন আলী আজমত
এ গান নিয়ে পিয়াল হাসান বলেন, “ভালোবাসা, হারিয়ে যাওয়া আর স্মৃতির মিশেলে সাজানো এই গানের গল্পটি চিত্রায়ণে রোমান্টিকতার আবহ তৈরি করেছে এক সুন্দর অনুভূতির জগৎ। মিষ্টি সুর, অভিনয় ও দৃষ্টিনন্দন উপস্থাপন গানটিকে করেছে আরো আকর্ষণীয়। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।”
নতুন গানের খবর জানিয়ে পিয়াল হাসান বলেন, “এই গানের আগে আমার একটি গান প্রকাশ হয়েছে। ভ্যালেন্টাইনস ডেসহ আরো দুটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।”
গানটি নিয়ে নোশিন তাবাসসুম স্মরণ বলেন, “পিয়াল ভাইয়ের সঙ্গে আগেও গান করেছি। তিনি গান নিয়ে খুব যত্নবান ও খুঁতখুঁতে মানুষ। তাই আমরা দুজনই যত্ন নিয়ে গানটি করেছি। আশা করছি, আধুনিক মেলোডি ও গভীর কথামালার এই গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।”
‘বলো না তুমি কোথায়’ গানটির ভিডিও বুধবার (১২ নভেম্বর) রাত ৯টায় পিয়াল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর এই গ ন কর ছ ন স মরণ
এছাড়াও পড়ুন:
অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট, বৃদ্ধার মৃত্যু
সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ব্যাটারি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কমলা (৪৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
তবে এ দুর্ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করেন। দুর্ঘটনার পর অটোরিকশা চালক ও ট্রাক চলক পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ও বৃদ্ধার পরিবার সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে কাঁচপুর পর্যন্ত এসব অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত চলাচল করছে।
আজও শিমরাইল থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশাযোগে নিহত বৃদ্ধা, তার মেয়ে ও দুই নাতনিকে নিয়ে কাঁচপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে পৌঁছালে হঠাৎ কাঁচপুর থেকে শিমরাইলের উদ্দেশ্যে আসা আরেকটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে বৃদ্ধা তার অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান। পরে ঢাকা মুখি একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন বলেন, এসব অটোরিকশার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করছি।
তারপরও তারা জীবনের ঝুঁকি নিয়ে সমহাসড়কে চলাচল করে। দুর্ঘটনায় ট্রাকটি আটক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন বলেও জানান তিনি।