জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার পর দফায় দফায় পদত্যাগ করছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যের নোয়াখালী শাখা কমিটি প্রকাশ করা হয়। এর পর ফেসবুকে ঘোষণা দিয়ে একে একে ২৯ জন নেতাকর্মী পদত্যাগ করেন।

প্রথমে পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত। তার পরপরই যুগ্ম সদস্য সচিব–১ ছাড়া অন্য সব যুগ্ম সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিবসহ একাধিক পদধারী নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন। এতে সংগঠনের মধ্যে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়।

পদত্যাগ করা ব্যক্তিদের অভিযোগ, তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে কেন্দ্রীয় পর্যায়ে লবিংয়ের ভিত্তিতে কমিটি অনুমোদন করা হয়েছে। এতে প্রকৃত ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাকর্মীরা উপেক্ষিত হয়েছেন।

পদত্যাগকারী একাধিক নেতাকর্মী জানিয়েছেন, তারা সংগঠনের প্রতি অনুগত থাকলেও ন্যায়বিচারহীন এই কমিটিতে থেকে তাদের রাজনৈতিক আদর্শের সঙ্গে আপস করা সম্ভব নয়।

পদত্যাগকারীদের মধ্যে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও আছেন। কমিটি ঘোষণার পর থেকেই জেলা কমিটির ভেতরে তীব্র অসন্তোষ বিরাজ করছে, যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পদত্যাগী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত বলেছেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে ছিলাম। তারও আগে আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়েছিলাম। জেল, হামলা, হুলিয়া সবই হয়েছে আমাদের বিরুদ্ধে। আজ আমরাই বৈষম্যের শিকার হলাম। কেন্দ্রীয় নেতৃবৃন্দ পছন্দের মানুষ দিয়ে কমিটি করেছে। তাই, পদত্যাগের হিড়িক পড়েছে। সব মিলিয়ে এই কমিটি আর চলার মতো অবস্থায় নেই। 

তিনি আরো বলেন, ৪১ সদস্যের কমিটি থেকে ২৯ জন পদত্যাগ করেছেন। এর মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম সদস্য সচিব, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, শহীদ পরিবারের সদস্য, জুলাইয়ের আহত যোদ্ধা থেকে শুরু করে অনেকে আছেন। আমরা সংবাদ সম্মেলন করে এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করব। এটা আমাদের প্রতিবাদ। আমরা প্রতিবাদ চালিয়ে যাব।

যুবশক্তির একাধিক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, কমিটি করার জন্য ভাইভা নেওয়া হয়েছিল। কিন্তু, সে অনুযায়ী কমিটি হয়নি। তৃণমূলের ক্ষোভ বিষয়ে আমরা অবগত আছি। বিষয়টি কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করা হবে।

ঢাকা/সুজন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন ত কর ম

এছাড়াও পড়ুন:

আওয়ামীলীগের নাশকতা প্রতিহত করতে সোনারগাঁয়ে মান্নানের নির্দেশে প্রস্তুত নেতৃবৃন্দ

আওয়ামীলীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন ও যেকোন ধরনের নাশকতা প্রতিহত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ত্যাগী, নির্যাতিত ও কর্মীবান্ধব নেতা আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ মাঠে অবস্থান নিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে আওয়ামী লীগের যে কোনো উস্কানি বা লকডাউনের নামে জনগণের চলাচলে বাধা প্রতিরোধে প্রস্তুতি নিয়েছেন।

বুধবার সন্ধায় সোনারগাঁয়ে ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্পটে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বিশেষ করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে।

নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সোনারগাঁয়ের প্রতিটি নেতা-কর্মী মাঠে থাকবে এবং আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন ব্যাহত করার যে কোনো অপচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।

সোনারগাঁ  পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাদিকুর রহমান সেন্টু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন ১৩ নভেম্বর ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে লকডাউন ঘোষনা করেছে।

জনগণের দুর্ভোগ  লাঘবে আমরা সোনারগাঁয়ের বিএনপি নেতৃবৃন্দ আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আওয়ামীলীগের যেকোন অশুভ পরিকল্পনাকে ভেস্তে দিতে প্রয়োজনে রাজপথে লড়াই করবো ইনশাআল্লাহ।

এবিষয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, “জনগণের অধিকার আদায়ের আন্দোলন কোনো দলীয় লকডাউনে থেমে থাকবে না। বিএনপি জনগণের পক্ষে, তাই আমরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত। সোনারগাঁয়ে আওয়ামীলীগের দোসররা কোন লকডাউন ও নাশকতা  করার চেষ্টা করলে শক্তহাতে প্রতিহত করা হবে।

তিনি বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের প্রতিটি এলাকায় আমাদের প্রিয় দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে, বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আমাদের অবস্থান থাকবে, আওয়ামীলীগ ঠেকাতে প্রয়োজনে এ অবস্থান কর্মসূচি চলমান রাখবো।

সম্পর্কিত নিবন্ধ