আড়াইহাজারে ককটেল পেট্রোল ও বিষ্ফোরকদ্রব্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোর রাত সোয়া ৪ টায় আড়াইহাজার পৌরসভার বড় দিঘীরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হলো, মোসা: বীনা আক্তার (৫৬), আমিনুল ইসলাম (২০), আপন (১৯), অনিক (১৯), নিলয় (১৯), নাজমুল (১৯), ইয়ামিন ইসলাম (২০), সালমান (১৯)।

আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, বুধবার ভোর রাত সোয়া ৪ টায় আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা থেকে গাজিপুরাগামী বড় দিঘীরপাড় বিশ্বনবী একাডেমী কেজি স্কুলের সামনের পাকা রাস্তার উপর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৮ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়।

তারা সকলে একত্রিত হয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ঝটিকা মিছিল ও গাড়িতে অগ্নিসংযোগ করার জন্য হাতে বোতল ভর্তি পেট্রোল নিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ ত কর ম আওয় ম

এছাড়াও পড়ুন:

না’গঞ্জে পূজা উদযাপন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জমকালো আয়োজনের মধ্যদিয়ে নারায়ণগঞ্জে পালিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তর সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্র্রন্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী।

দিবসটি উপলক্ষে কেক কাটা ও বিশেষ প্রার্থণা ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগর শাখা। মঙ্গলবার রাতে নগরীর ১নং রেলগেট এলাকায় শীতলা ও তারা মন্দিরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্র্রন্ট মহানগর শাখার আহ্বায়ক নয়ন সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠুর সঞ্চালনায় এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শারদাঞ্জলী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল ও বিশেষ অতিথি হিসেবে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় রায় উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রঞ্জিত দে, কোষাধ্যক্ষ মানিক দাস, সদস্য স্মৃতি পাল, দিলীপ দাস, পুশান্ত বর্মন, মিলন দাস, নারায়ণগঞ্জ জেলার জগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, মহানগর জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক জনি ভৌমিক, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব খোকন সাহা, জেলা হিন্দু মহাজোটের সহ সভাপতি ধীরেন দাস, জতিন্দ্র সাহা, প্রশান্তি অনাথালয় ও বৃদ্ধা আশ্রমের উদ্যোক্তা বাবু সত্যজিৎ পাল সাধু, বিজয় সাহা, হৃদয় বনিক, জয় সাহা, সেড়া দাস ও পুরোহিত সহ আরও অনেকে।
 

সম্পর্কিত নিবন্ধ