পলিথিন ও বিভিন্ন পণ্যের প্লাস্টিক মোড়ক
Published: 12th, November 2025 GMT
কাঁচাবাজার থেকে আধুনিক শপিং মল—সব জায়গায়ই এখন পলিথিনের রাজত্ব চলছে। লন্ড্রি থেকে কাপড় নিলে, আধা কেজি সবজি কিনলেও হাতে আসে দুটি করে পলিথিন ব্যাগ। কারণ, নিয়ন্ত্রণহীনভাবে পলিথিন উৎপাদনে খরচ খুবই কম। অথচ এই অপচনশীল পলিথিনের আয়ু নাকি ৫০০ বছর পর্যন্ত! কিছুদিন আগে খবরে দেখা গেছে, কর্ণফুলী নদীর তলদেশ ড্রেজিং করা যাচ্ছে না, কারণ সেখানে দুই থেকে সাত মিটার পর্যন্ত পলিথিনের স্তর জমে গেছে। ফলে অত্যাধুনিক ড্রেজিং মেশিনও কাজ করতে পারছে না। শুধু কর্ণফুলী নয়, দেশের প্রায় সব নদ-নদীরই এই মরণদশা এখন বাস্তবতা।
পলিথিন ব্যাগের পাশাপাশি চিপসের মোড়ক, বিভিন্ন প্লাস্টিক বোতল, ই-বর্জ্য—সব মিলিয়ে এখন দেশের পরিবেশ গভীর সংকটে। যদিও অন্যান্য বর্জ্য নিয়ন্ত্রণ কঠিন, কিন্তু পলিথিন নিয়ন্ত্রণে স্পষ্ট আইন রয়েছে, যার অধীনে এর উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ।
কিছুদিন আগে এক দেশীয় বিজ্ঞানী পাট থেকে পলিথিনের বিকল্প উপাদান উদ্ভাবন করে প্রশংসিত হয়েছেন। বাণিজ্যিকভাবে তা উৎপাদন ও বাজারজাত করার দাবি উঠলেও অজানা কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো নীরব। ১৮ কোটি মানুষের এই দেশে প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার টন প্লাস্টিক বর্জ্য। তাই বলা যায়, অন্তত পলিথিন ব্যাগের উৎপাদন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এখন সময়ের দাবি।
নূরুল আমিন
ঢাকা
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পল থ ন র
এছাড়াও পড়ুন:
না’গঞ্জে পূজা উদযাপন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জমকালো আয়োজনের মধ্যদিয়ে নারায়ণগঞ্জে পালিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তর সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্র্রন্টের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী।
দিবসটি উপলক্ষে কেক কাটা ও বিশেষ প্রার্থণা ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগর শাখা। মঙ্গলবার রাতে নগরীর ১নং রেলগেট এলাকায় শীতলা ও তারা মন্দিরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্র্রন্ট মহানগর শাখার আহ্বায়ক নয়ন সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠুর সঞ্চালনায় এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শারদাঞ্জলী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল ও বিশেষ অতিথি হিসেবে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় রায় উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রঞ্জিত দে, কোষাধ্যক্ষ মানিক দাস, সদস্য স্মৃতি পাল, দিলীপ দাস, পুশান্ত বর্মন, মিলন দাস, নারায়ণগঞ্জ জেলার জগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, মহানগর জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক জনি ভৌমিক, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব খোকন সাহা, জেলা হিন্দু মহাজোটের সহ সভাপতি ধীরেন দাস, জতিন্দ্র সাহা, প্রশান্তি অনাথালয় ও বৃদ্ধা আশ্রমের উদ্যোক্তা বাবু সত্যজিৎ পাল সাধু, বিজয় সাহা, হৃদয় বনিক, জয় সাহা, সেড়া দাস ও পুরোহিত সহ আরও অনেকে।