সারা দিনের কর্মব্যস্ততা, মিটিং, যানজট আর ক্লান্তিকর সময়ের পর যখন মানুষ ঘরে ফেরেন, তখন একটু শান্তি ও বিনোদনই হয়ে ওঠে দিনের শেষ আশ্রয়। কেউ দিন শেষে সব কাজ সেরে বসে যান পছন্দের সিরিজের নতুন পর্ব দেখতে, আবার কেউ পরিবারের সঙ্গে একসঙ্গে খবর বা সিনেমা উপভোগ করেন। এই মুহূর্তগুলোই যেন সারা দিনের ক্লান্তিকে পরিণত করে নির্মল আনন্দে।

তবে সিরিজ, সিনেমা কিংবা খবরই হোক—টিভি ছাড়া কিন্তু একেবারেই জমে না। মোবাইল বা ল্যাপটপের ছোট পর্দায় যতই কিছু দেখা যাক না কেন, বড় স্ক্রিনে পারফেক্ট কালার, কনট্রাস্ট আর স্পষ্ট সাউন্ডে দেখার সঙ্গে কোনো কিছুর তুলনা নেই। কিন্তু বাজারে এত রকম ব্র্যান্ড, প্রযুক্তি আর দাম—বাজেটের মধ্যে কোন টিভিটা আসলে সেরা? টিভি কেনার আগে এই বিষয়গুলো জানা জরুরি।

দামের ভেতর বিকল্প

দেশের বাজারে এখন সীমিত বাজেট থেকে শুরু করে কয়েক লাখ টাকা দামেও টিভি পাওয়া যায়। বর্তমান সময়ে বাজেট-ফ্রেন্ডলি স্মার্ট টিভিগুলোর মধ্যে ফুল এইচডি মডেলগুলোর চাহিদা সবচেয়ে বেশি। ছোট পরিবারের জন্য ৩২ ইঞ্চি স্মার্ট এফএইচডি টিভি সাধারণত ৩০ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। আবার একটু বড় স্ক্রিন চাইলে ৪৩ থেকে ৫৫ ইঞ্চির ফোর-কে আলট্রা এইচডি টিভিগুলোর দাম পড়বে ৫২ হাজার থেকে ৯৬ হাজার টাকা।

বেসিক নাকি হাই-এন্ড?

যদি আপনার টিভি ব্যবহারের মূল উদ্দেশ্য কেবল নাটক, সিনেমা বা ইউটিউব দেখা, তাহলে এফএইচডি বা ইউএইচডি রেজল্যুশনের বেসিক টিভিই যথেষ্ট। এসব টিভিতে সাধারণ এলইডি প্যানেল ও লিমিটেড স্মার্ট ফিচার থাকে, তবে এগুলো দাম অনুযায়ী বেশ সাশ্রয়ী।

অন্যদিকে সিনেমা, গেমিং বা উচ্চমানের কনটেন্টের জন্য কিউএলইডি, ওএলইডি বা নিও কিউএলইডি টিভিগুলোই সেরা। এগুলোতে পাওয়া যায় ডিপ ব্ল্যাক কালার, হাই-রেজল্যুশন, ফাস্ট রিফ্রেশিং রেট এমনকি ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেমসহ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা। দাম কিছুটা বেশি হলেও এসব টিভিতে কোনো কিছু দেখে পাওয়া যায় থিয়েটারে সিনেমা দেখার মতো এক্সপেরিয়েন্স।

নিরাপত্তা ও স্মার্ট ফিচার

বর্তমান সময়ে স্মার্ট টিভি শুধু ইউটিউব বা নেটফ্লিক্স দেখার মাধ্যম নয়—এটি হয়ে উঠেছে স্মার্ট হোম সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে ব্যক্তিগত তথ্য, লগইন ডেটা বা ভয়েস কমান্ডের নিরাপত্তা এখন বড় একটি বিবেচ্য বিষয়। এদিক থেকে নক্স সিকিউরিটি সিস্টেম টিভিতে যুক্ত করে বাড়িয়েছে ব্যবহারকারীর সুরক্ষা, যেখানে প্রতিটি অ্যাপ ও ফিচার আলাদা স্তরে এনক্রিপ্টেড থাকে। স্যামসাংয়ের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো এখন সফটওয়্যার আপডেট, ডেটা প্রাইভেসি ও ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে নিরাপত্তা জোরদার করছে। তাই টিভি কেনার সময় শুধু স্ক্রিন সাইজ বা রেজল্যুশন নয়, সফটওয়্যার আপডেট, অ্যাপ সাপোর্ট, ভয়েস কন্ট্রোল ও সিকিউরিটি সিস্টেমের দিকেও খেয়াল রাখা দরকার।

দিন শেষে সব কাজ সেরে অনেকে বসে যান টিভির সামনে। পছন্দের সিরিজের নতুন পর্ব দেখতে, আবার কেউ পরিবারের সঙ্গে একসঙ্গে খবর বা সিনেমা উপভোগ করেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, ইউরোপে বিনা খরচে উচ্চশিক্ষা

হাঙ্গেরি সরকারের স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের মাধ্যমে দেশটিতে বিনা খরচে ৮০০টির বেশি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ এসেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সামনে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পূর্ণ অর্থায়িত বৃত্তিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে বিনা খরচে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ দেয়।

সম্পূর্ণ অর্থায়িত সুবিধা

এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা পাবেন সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা, বিনা মূল্যে আবাসন, চিকিৎসাবিমা এবং একবারের জন্য যাতায়াত ভাড়া। ডক্টরাল শিক্ষার্থীদের জন্য প্রথম পর্যায়ে মাসিক ১ লাখ ৪০ হাজার ফরিন্ট এবং দ্বিতীয় পর্যায়ে ১ লাখ ৮০ হাজার ফরিন্ট ভাতা দেওয়া হবে। স্নাতক ও মাস্টার্স শিক্ষার্থীরা পাবেন ৪৩ হাজার ৭০০ ফরিন্ট মাসিক ভাতা।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রে কোথায় পড়বেন: সিদ্ধান্ত নিতে মনে রাখুন ‘থ্রি–সি’০৯ নভেম্বর ২০২৫

বৃত্তির মূল উদ্দেশ্য ও ব্যবস্থাপনা

হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এবং টেম্পাস পাবলিক ফাউন্ডেশন যৌথভাবে এই বৃত্তি পরিচালনা করে থাকে। এর উদ্দেশ্য হলো হাঙ্গেরি ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। প্রতিবছর ৯০টির বেশি দেশ থেকে প্রায় ৬০ হাজার আবেদন জমা পড়ে, যার মধ্যে সেরা শিক্ষার্থীরা নির্বাচিত হন। বর্তমানে ১১ হাজারের বেশি শিক্ষার্থী হাঙ্গেরিতে এই বৃত্তিতে পড়াশোনা করছেন।

আরও পড়ুনজার্মানিতে সামার স্টুডেন্ট প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন০৮ নভেম্বর ২০২৫

যে বিষয়গুলোতে পড়ার সুযোগ আছে

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে ৮০০টির বেশি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স, কম্পিউটার সায়েন্স ও আইটি, হেলথ সায়েন্স, ইকোনমিক সায়েন্স, ন্যাচারাল সায়েন্স এবং আরও অনেক কিছু। এ ছাড়া কৃষি, বায়োটেকনোলজি, খাদ্যনিরাপত্তা, আর্টস, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টসহ আরও বহু বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুনমানবিক বিভাগ থেকে পড়েও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শাহীন আক্তারের গল্প যেন অনুপ্রেরণার ১১ নভেম্বর ২০২৫

প্রোগ্রামের মেয়াদ

স্নাতক: ২-৪ বছর

মাস্টার্স: ১.৫-২ বছর

পিএইচডি: ৪ বছর

ওয়ান-টায়ার মাস্টার্স: ৫-৬ বছর

প্রিপারেটরি কোর্স (হাঙ্গেরিয়ান ভাষায়): ১ বছর

যোগ্যতা ও শর্তাবলি

আবেদনকারীদের অবশ্যই হাঙ্গেরির সহযোগী দেশগুলোর নাগরিক হতে হবে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

—স্নাতক প্রোগ্রামের জন্য মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে।

—মাস্টার্সের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি আবশ্যক।

—একাডেমিক রেকর্ড ভালো হতে হবে। কারণ, এটি একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক স্কলারশিপ।

—আবেদনকারীদের তাঁদের নিজ দেশের নোমিনেটিং অথরিটির (যেমন হাঙ্গেরিয়ান দূতাবাস বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়) মাধ্যমে মনোনীত হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন ফরম, সিভি, পাসপোর্ট, রিকমেন্ডেশন লেটার, মোটিভেশন লেটার, ভাষার দক্ষতার প্রমাণপত্র, মেডিকেল সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।

আবেদনের নিয়মাবলি

*পুরো আবেদনপ্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে।

*আবেদনকারীরা সর্বোচ্চ দুটি প্রোগ্রামে আবেদন করতে পারবেন। আবেদন জমা দিতে হবে অফিশিয়াল ওয়েবসাইটের পোর্টালের মাধ্যমে।

*একই সঙ্গে নিজ দেশের সংশ্লিষ্ট প্রেরণকারী কর্তৃপক্ষের মাধ্যমেও আবেদন করতে হবে।

শেষ তারিখ ও ফলাফল ঘোষণা

—আবেদনের শেষ তারিখ ২০২৬ সালের ১৫ জানুয়ারি।

—নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে জুনের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে।

আরও পড়ুনচীনে উচ্চশিক্ষা: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসছে বড় পরিবর্তন ১০ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, ইউরোপে বিনা খরচে উচ্চশিক্ষা