সিলেট টেস্টের প্রথম দিনে কাল বল ধরার পর ফলো থ্রুর সময় আয়ারল্যান্ড ব্যাটসম্যান কেড কারমাইকেলের দিকে ছুড়ে মারেন নাহিদ রানা। এ ঘটনায় বাংলাদেশের এই ফাস্ট বোলারকে পেতে হলো শাস্তি।

নাহিদের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর নামের পাশে যুক্ত হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। আইসিসি আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, নাহিদ আইসিসি আচরণবিধির লেভেল–১ লঙ্ঘন করেছেন। নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড় প্রতিপক্ষ কারও দিকে বা কাছাকাছি বল ছুড়ে মারতে পারবেন না অথবা তাঁর দিকে কোনো ক্রিকেটসামগ্রী বিপজ্জনকভাবে ফেলতে পারবেন না।

আরও পড়ুন১ উইকেটে ৩৩৮, এমন কিছু আগে দেখেছে কি বাংলাদেশ৪ মিনিট আগে

সাধারণত আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের দায়ে খেলোয়াড়কে সতর্ক করার পাশাপাশি সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয় ও ২ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

অভিষেক টেস্টে ফিফটি পেয়েছেন কেড কারমাইকেল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ওয়েবসাইটেই মিলবে শাকসুর সব তথ্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ওয়েবসাইটেই এখন থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের সব তথ্য পাবেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দীন চৌধুরী প্রশাসনিক ভবনের সভা কক্ষে শাকসুর তথ্যভিত্তিক এই নতুন ওয়েব মেনুর উদ্বোধন করেন।

আরো পড়ুন:

শাবিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫ শিক্ষক

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে যুক্ত এই ‘শাকসু মেনু’ থেকে শিক্ষার্থীরা নির্বাচন কমিশন, গঠনতন্ত্র, তফসিল, ভোটার তালিকা, প্রার্থী তালিকা, আচরণবিধি, ভোটকক্ষ বিন্যাস, ফলাফল ও বিজ্ঞপ্তিসহ নির্বাচনী প্রক্রিয়ার সব গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, “শিক্ষার্থীরা যাতে সহজেই নির্বাচনসংক্রান্ত তথ্য জানতে পারেন, সেই লক্ষ্যেই আমরা ওয়েবসাইটে শাকসু মেনু চালু করেছি। আচরণবিধি চূড়ান্ত হয়েছে, খুব শিগগিরই তা সাইটে প্রকাশ করা হবে।”

তিনি আরো বলেন, “গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকা তৈরির কাজ চলছে। মাস্টার্স পর্যায়ের তথ্য সংযোজন শেষে তালিকা প্রকাশ করা হবে। আমরা খুব শিগগিরই তফসিল ও ভোটের তারিখ ঘোষণা করব।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী আশা প্রকাশ করে বলেন, “ওয়েবসাইটভিত্তিক এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নির্বাচনী তথ্য জানাকে আরও সহজ করবে।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং নির্বাচন কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইকবাল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • আচরণবিধি মেনে চলতে প্রার্থী-দলকে দিতে হবে অঙ্গীকারনামা: ইসি সচিব
  • ওয়েবসাইটেই মিলবে শাকসুর সব তথ্য
  • সংসদ নির্বাচনে ড্রোন ও পোস্টার নিষিদ্ধ, আচরণবিধি জারি