সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ও দুবাই থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানিসহ ৯টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৮০ কোটি ৬৮ লাখ টাকা।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড.

সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে চলতি অর্থবছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০৪ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের ‘মেসার্স অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’ এ চাল সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন চাল ৩৫৫.৫৯ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ২১৭ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকা।

বৈঠকে ট্রেডিং কর্পোরশন অব বাংলাদেশ’ (টিসিবি) এর জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ক্রিডেনটোন এফজেডসিও’ এ তেল সরবরাহ করবে। বাংলাদেশি মুদ্রায় প্রতি লিটার তেল ১৬৪ টাকা ২১ পয়সা দরে এতে ব্যয় হবে ১৫৮ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার টাকা।

বৈঠকে টিসিবির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১২ হাজার ৫০০ মেট্রিক টন পরিশোধিত চিনি আমদানির আরেকটি পৃথক প্রস্তাব অেনুমোদন দেওয়া হয়েছে। ব্রাজিল/ভারত/দুবাই উৎসের এ চিনি সরবরাহ করবে ইস্তানবুলের প্রতিষ্ঠান ‘বেগালতা ড্যানিসম্যানলিক হিজমেলেরি’। বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি চিনি ৯৪ টাকা ৯৪ পয়সা দরে এতে ব্যয় হবে ৭৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা।

বৈঠকে বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির আওতায় মরক্কোর ‘ওসিপি নিউট্রিক্রপস’ থেকে (৮ম লট, ঐচ্ছিক-২য়) ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার এবং শিল্প মন্ত্রণালয় কর্তৃক সৌদি আরব-এর সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৮ম লটের আওতায় ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি মেট্রিক টন ৭০৯.৩৩ ডলার দরে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৩৪৮ কোটি ৪২ লাখ ২৮ হাজার টাকা। আর প্রতি মেট্রিক টন ৩৯৯.১৬ ডলার দরে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১৯৫ কোটি ৪২ লাখ ৮৭ হাজার টাকা।

বৈঠকে অন্যান্যের মধ্যে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জ তাহিরপুর ও ধর্মপাশা উপজেলাধীন দুটি পৃথক প্যাকেজের পূর্ত কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে তাহিরপুর উপজেলাধীন প্যাকেজ কাজটি করবে যৌথভাবে এমএল ও এমএইচ। এতে ব্যয় হবে ১৮০ কোটি ৬৪ লাখ ৪২ হাজার টাকা।

আর ধর্মপাশা উপজেলাধীন প্যাকেজ কাজটি করবে যৌথভাবে ‘মেসার্স হামীম ইন্টারন্যাশনাল’ ও ‘মো. রাসেল পিটার’। এতে ব্যয় হবে ১৯০ কোটি ৯০ লাখ ২৪ হাজার টাকা। (চৌমুহনী)-সিইউএফএল-কর্ণফুলী ড্রাইডক (মেরিন একাডেমি)-ফকিরনিরহাট (এন-১২১) জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় একটি প্যাকেজ কাজের পূর্ত কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে ‘তাহের ব্রাদার্স লিমিটেড’। এতে ব্যয় হবে ৭৮ কোটি ৬১ লাখ ৭৭ হাজার টাকা।

এছাড়া বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এর অধীনে ‘বে টার্মিনাল প্রকল্প’ বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে স্থানীয় প্রতিষ্ঠান ‘ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি)। ভ্যাট ও ট্যাক্সসহ এতে ব্যয় হবে ৩২ কোটি ৪৪ লাখ ৮১ হাজার টাকা।

ঢাকা/আসাদ/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র আওত য় আমদ ন র র একট

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় দশ মাসে সাপের কামড়ে ৮ জনের মৃত্যু

কুষ্টিয়ায় চলতি বছরের প্রথম ১০ মাসে সাপের কামড়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার বিভিন্ন স্থানে ৩৯৩ জন মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। 

আক্রান্তদের মধ্যে ৬৩ জনকে বিষধর সাপ দংশন করেছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র। এছাড়া অক্টোবরের আগে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনমের মজুত না থাকায় সাপে কাটা রোগীদের চিকিৎসা দিতে সমস্যায় পড়েন চিকিৎসকরা। 

সংকটের কথা স্বীকার করে বিকল্প ব্যবস্থাসহ প্রান্তিক এলাকায় সতর্কতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে অক্টোবর এই ১০ মাসে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১৫৫, দৌলতপুরে ৭৫, কুমারখালীতে ১, মিরপুরে ৫২, ভেড়ামারায় ৯৩, খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন সাপে কাটা রোগী ভর্তি হয়। 

এদের মধ্যে ৭ জন জেনারেল হাসপাতাল ও একজন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তবে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। বাকিদের হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছে। 

এদিকে সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যনুযায়ী- গত ২৮ অক্টোবর পর্যন্ত দৌলতপুরে ৬৩, মিরপুরে ১০, ভেড়ামারায় ৩০ ভায়াল অ্যান্টিভেনম মজুত থাকলেও জেনারেল হাসপাতাল, কুমারখালী ও খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন অ্যান্টিভেনম মজুত নেই। 

যদিও জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব তহবিল থেকে ৫০ ভায়ালের উপর অ্যান্টিভেনম কেনা হয়েছে বলে দাবি করেছেন। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, এ অঞ্চলে বিষধর সাপের মধ্যে মূলত গোখরা, কালাচ এবং রাসেল ভাইপার অন্যতম। যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই হাসপাতালে আনার ক্ষেত্রে দেরি হয়েছে। সময়মতো চিকিৎসা পেলে অনেক মৃত্যু ঠেকানো সম্ভব ছিল। 

তিনি বলেন, “গ্রামাঞ্চলে সচেতনতার অভাব, কুসংস্কারের কারণে ঝাড়ফুঁক করার প্রবণতা সাপের কামড়ে মৃত্যুহার বাড়িয়ে দিচ্ছে।” 

অ্যান্টিভেনম সংকটের বিষয়ে আরএমও বলেন, “হাসপাতালের নিজস্ব তহবিল থেকে সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ ভায়ালের উপর অ্যান্টিভেনম কেনা হয়েছে।” 

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, “যে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে অ্যান্টিভেনম সরবরাহের চুক্তি ছিল সেই প্রতিষ্ঠান কাঁচামালের অভাবে উৎপাদন ও সরবরাহ করতে পারছেন না। বিষয়টি সংশ্লিষ্টরা দেখছেন।” 

তিনি বলেন, “এখন আর চাহিদাপত্র দেওয়ার সুযোগ নেই। বিকল্প হিসেবে হসপাতালগুলোতে বাজেট দিয়ে দেওয়া হবে। তারা তাদের প্রয়োজন অনুসারে অ্যান্টিভেনম কিনে ব্যবহার করবেন। এছাড়া প্রান্তিক এলাকাগুলোতে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।”

ঢাকা/কাঞ্চন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান
  • তেল, ছোলা, চিনিসহ ১০ পণ্য আমদানিতে ব্যবসায়ীদের মার্জিন–সুবিধা বাড়ল
  • ধামরাই বাজারে চাল-ডাল স্থিতিশীল, বেড়ছে সবজি-আলু-পেঁয়াজের দাম
  • তিন কারণে মেয়র-প্রধান নির্বাহীর বিরোধ
  • কুষ্টিয়ায় দশ মাসে সাপের কামড়ে ৮ জনের মৃত্যু
  • টেলিভিশনে ভোজ্যতেল উদ্ধারের নাটক প্রচার করা হয়: বাণিজ্য উপদেষ্টা
  • বিদেশ থেকে ১৯৬ প্রাণী কিনতে চায় জাতীয় চিড়িয়াখানা, কী কী থাকছে
  • জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১৮ প্রকল্প অনুমোদন
  • ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ধসিয়ে দিয়েছে রাশিয়া, অন্ধকারে বিভিন্ন অঞ্চল