সিনেমা মুক্তিতে নায়িকা তমা মির্জার যেখানে উচ্ছ্বাস থাকার কথা, সেখানে তিনি উল্টো বিরক্তি প্রকাশ করলেন। জানালেন মন খারাপের কথা, একই সঙ্গে বিরক্তও। প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনলেন চূড়ান্ত অপেশাদার আচরণের। ২০১৩ সালে শুটিং শুরু হওয়া ‘মন বোঝে না’ ছবির শুটিং পরের বছরে শেষ হয়। এরপর মুক্তি নিয়ে কোনো খবর ছিল না প্রযোজনা প্রতিষ্ঠানের। হঠাৎ করে সপ্তাহখানেক আগে জানা যায়, ছবিটি মুক্তি পাচ্ছে। গত শুক্রবার দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। তবে মুক্তির আগে–পরে ছবিটির প্রচারণায় নেই চিত্রনায়িকা তমা মির্জা ও চিত্রনায়ক আরিফিন শুভ। তাঁরা দুজনেই এই ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী।

তমা মির্জা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাশিয়ায় দেখা গেল আগামী বছরের বিশ্ব ফ্যাশনের একঝলক

একটা ফ্যাশন শো, যেখানে নানা পোশাক আর অনুষঙ্গ ধারণ করে হেঁটে চলেছেন মডেলরা। আলোঝলমল পরিবেশ, তাক করা ক্যামেরার সারি, দর্শকের উচ্ছ্বাস, করতালি...। এ–ই কি শেষ? ডিজাইনার তাঁর সৃষ্টিশীলতা কি কেবলই এই একটি শোর জন্যই করেছেন? তা তো নয়। কখনো ফ্যাশন শো আগামী দিনের বার্তা দেয়, কখনো মনে করিয়ে দেয় ঐতিহ্যের কথা, কখনোবা চোখ ধাঁধায় প্রযুক্তির ব্যবহারে। তেমনই ফ্যাশন শো দেখার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগে।

মস্কোর ক্যাটিস কিডস

সম্পর্কিত নিবন্ধ