রূপগঞ্জে যুবদল নেতাকে গুলি ও কুপিয়ে গুরুতর জখম
Published: 12th, November 2025 GMT
রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ইসমাইল (৩৫) নামে এক যুবদল নেতাকে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ স্থানীয় সন্ত্রাসী রাসেল ফকিরের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। আহত ইসমাইল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাকান্দাইল এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল ফকির দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার এসব অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
সম্প্রতি যুবদল নেতা ইসমাইল এসব কর্মকাণ্ডের প্রতিবাদ ও বাধা দিলে রাসেল ফকির ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার রাতে তিনি আর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে রাসেল এক দল সন্ত্রাসী বাহিনী বিভিন্ন দেশীয় অস্ত্র অস্ত্রে সজ্জিত হয়ে রাসেল ফকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায়।
তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে এবং বাম পায়ে গুলি করে। ইসমাইলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, রাসেল ফকির ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি ও মাদক বাণিজ্য চালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ য বদল ন র য়ণগঞ জ সন ত র স র পগঞ জ গ র তর ব যবস
এছাড়াও পড়ুন:
বন্দরে নাশকতাকারি সন্দেহে ৩ যুবককে আটক
বন্দরে নাশকতাকারি সন্দেহে ৩ যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকার আলাউদ্দিন প্রধানের ছেলে মেহেদী হাসান বিজয় (২৭) একই এলাকার আলিম মিয়ার ছেলে আবু বকর (৩৭) ও ১নং মাধবপাশা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে হারুন অর রশীদ হৃদয় (২৮)।
আটককৃতদের বুধবার (১২ নভেম্বর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, নাশকতাকারি সন্দেহ তাদেরকে আটক করা হয়েছে। পরে যাচাই বাছাই করে আটককৃতদের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।