রানা প্লাজা দুর্ঘটনার ১২ বছর পেরিয়ে গেছে, এখনো পুনর্বাসন করা হয়নি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের-এমন অভিযোগ তুলেছেন রানা প্লাজা সারভাইভারস অ্যাসোসিয়েশন।

তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের নামে দেশে-বিদেশে তিনটি সংস্থা ও কয়েকটি বিদেশি এনজিও প্রায় ৩৫ কোটি টাকা অনুদান তুললেও তা শ্রমিক ও তাদের পরিবারের কাছে পৌঁছায়নি বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

আরো পড়ুন:

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

দুর্নীতির কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না: জাকসুর জিএস

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ছাড়াও রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনের ক্ষতিগ্রস্তদের পক্ষে গ্লোবাল প্রেস অফিসের লন্ডনে বসবাসকারি ইয়াসমিন এ চৌধুরী এবং বাংলাদেশে বসবাসকারি ব্যারিস্টার এমডি জাকারিয়া উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয়, রানা প্লাজা সারভাইভার্স অ্যাসোসিয়েশন দেশে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা যৌথভাবে আন্তর্জাতিক বিচার আদালতেও (ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস) মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন যুক্তরাজ্যের নাগরিক ইয়াসমিন এ চৌধুরী হ্যাপি, যিনি আগামী ২০২৮ সালে লন্ডন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলাদেশ ও বিদেশের আইনজীবীরা এই মামলায় একসঙ্গে কাজ করবেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে মামলার সমন্বয়ক ব্যারিস্টার এমডি জাকারিয়া বলেন, “রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনের ভিকটিমরা এখন এক হয়েছে। তাদের নাম ব্যবহার করে দেশে-বিদেশে কিছু ব্যক্তি ও সংস্থা প্রায় ৩৫ কোটি টাকা তুলেছে, যা তাদের হাতে পৌঁছায়নি। বিষয়টি জানার পর ভিকটিমরা সিদ্ধান্ত নিয়েছে আইনগত ব্যবস্থা নেবে, যাতে ভবিষ্যতে আর কেউ তাদের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ করতে না পারে।”

তিনি আরো বলেন, “আমাদের উদ্দেশ্য কারো বিরুদ্ধে রাজনৈতিকভাবে অবস্থান নেওয়া নয়, বরং যারা শ্রমিকদের নামে অনুদান নিয়ে আত্মসাৎ করেছে তাদের জবাবদিহির আওতায় আনা।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আসছে ২৪ নভেম্বর ২০২৫ তাজরীন ফ্যাশন দুর্ঘটনার ১৩ বছর পূর্তিতে দিবসটি পালনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার আমাদের পুনর্বাসন, চিকিৎসা ও ক্ষতিপূরণের বিষয়ে উদ্যোগ নেবে। কারণ, এখনো অনেক শ্রমিক আহত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

 

ঢাকা/নাজমুল/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে যুবশক্তির ৪১ সদস্যর কমিটি থেকে ৩১ জনের পদত্যাগ

জাতীয় নাগরিক কমিটির যুব সংগঠন জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখা থেকে ৩১ সদস্যর পদত্যাগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে ৪১ সদস্যর এ কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই ৩১ জন পদত্যাগের ঘোষণা দেন। তাঁরা নিজ নিজ ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ ঘোষণা দিয়েছেন।

সংগঠনটির জেলা সূত্র জানায়, ৪১ সদস্যর এ কমিটিতে আহ্বায়ক নুর আলম ও সদস্যসচিব শিহাব উদ্দিন। এ কমিটি ঘোষণার পর প্রথমেই পদত্যাগের ঘোষণা দেন সংগঠনের জেলা কমিটিচর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত। এরপর যুগ্ম সদস্যসচিব জহির আহমেদ ছাড়া এ পদে থাকা অন্য সব যুগ্ম সদস্যসচিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবসহ বিভিন্ন পদধারী নেতারা একে একে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীদের অভিযোগ, যাঁরা সংগঠনের জন্য কাজ করেছেন তাঁদের মূল্যায়ন করা হয়নি। বরং তদবিরের ভিত্তিতে কমিটিতে পদ দেওয়া হয়েছে। যাঁরা কাজ করেছেন, তাঁরা উপেক্ষিত হয়েছেন। এ কারণে তাঁরা সংগঠনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

জানতে চাইলে কমিটি থেকে পদত্যাগ করা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত প্রথম আলোকে বলেন, ‘যুবশক্তির সাংগঠনিক চাহিদা অনুযায়ী আমরা মৌখিক পরীক্ষা দিয়েছি। এরপর ৪১ সদস্য একটি কমিটি জমা দিয়েছি। কিন্তু আমাদের কমিটির অনুমোদন না দিয়ে তদবিরের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হয়েছে। এ কারণে কমিটির ৪১ জন সদস্যের মধ্যে ৩১ জন এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছি।’

সম্পর্কিত নিবন্ধ

  • নোয়াখালীতে যুবশক্তির ৪১ সদস্যর কমিটি থেকে ৩১ জনের পদত্যাগ
  • তিন ভাগে বিভক্ত ছাত্রদল, ঝুলে আছে প্রার্থিতার সিদ্ধান্ত