ফুসফুস ক্যানসার: সঠিক সময়ে শনাক্ত ও যথাযথ চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় সম্ভব
Published: 12th, November 2025 GMT
ফুসফুস ক্যানসারের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, সঠিক সময়ে শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে এটি সম্পূর্ণ নিরাময় সম্ভব।
‘বিশ্বমানের ক্যানসার চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনলাইন আলোচনা অনুষ্ঠানের অতিথি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অনকোলজিস্ট ডা.
এখনো ফুসফুস ক্যানসার নিয়ে রয়েছে নানা ভ্রান্ত ধারণা ও সচেতনতার অভাব। তাই এ পর্বে ফুসফুস ক্যানসার নিয়ে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন ডা. এ টি এম কামরুল হাসান। পর্বটি গত সোমবার সরাসরি প্রচারিত হয় প্রথম আলো ডটকম এবং প্রথম আলো, এসকেএফ অনকোলোজি ও এসকেএফের ফেসবুক পেজে।
দূষিত বাতাসে ঝুঁকি বাড়ে
অনুষ্ঠানের শুরুতে উপস্থাপক জানতে চান, ঢাকা শহরের মতো বায়ুদূষণের মাত্রা বেশি, এমন স্থানগুলোতে মানুষ ফুসফুস ক্যানসারের ঝুঁকি থেকে কীভাবে বাঁচবে?
উত্তরে ডা. এ টি এম কামরুল হাসান বলেন, বাতাসের মানের কারণে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে উঠছে। দূষিত বাতাসে রেডিয়াম, অ্যাসবেস্টস, রাসায়নিক ও ধূলিকণা থাকে, যা ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
ডা. কামরুল হাসানের পরামর্শ, এসব স্থানে এর ঝুঁকি থেকে বাঁচতে ব্যক্তিপর্যায়ে সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার, ধূমপান পরিহার এবং ধুলাবালু এড়িয়ে চলা উচিত। সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গাছ লাগানো এবং পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। তবে এ সমস্যা পুরোপুরি নির্মূল করতে হলে দূষণের উৎস বন্ধ করতে হবে।
জিনগত কারণে কি ফুসফুস ক্যানসার হওয়ার আশঙ্কা আছে? উপস্থাপকের এমন প্রশ্নের উত্তরে ডা. এ টি এম কামরুল হাসান বলেন, প্রত্যক্ষভাবে জিনগত কারণে ফুসফুস ক্যানসার হয় না। তবে কিছু জেনেটিক মিউটেশন যেমন ‘ইজিএফআর পজিটিভ’ হলে ফুসফুস ক্যানসার হতে পারে। তবে যদি পরিবারে কারও ধূমপানের অভ্যাস থাকে, তাহলে পরোক্ষ ধূমপানের কারণে ফুসফুসে ক্যানসার হতে পারে।
লক্ষণগুলো কী
ফুসফুস ক্যানসারের লক্ষণ সম্পর্কে ডা. এ টি এম কামরুল হাসান বলেন, ফুসফুস ক্যানসারে সাধারণত অনবরত কাশি, কাশির সঙ্গে রক্ত যাওয়া, শ্বাসকষ্ট ও বুকব্যথার মতো সমস্যাগুলো দেখা দেয়।
ডা. কামরুল হাসান বলেন, যাঁরা ধূমপান করেন, তাঁদের কাশির ধরনে পরিবর্তন এবং স্বরভঙ্গ দেখা দিতে পারে। তবে ক্যানসার ছড়িয়ে গেলে পেটে পানি জমে, হাড়ে ব্যথা দেখা দেয় এবং ব্রেনে ছড়িয়ে গেলে মাথাব্যথা বা চোখের অসুবিধা দেখা দিতে পারে।
বাংলাদেশে ফুসফুস ক্যানসার রোগের কারণ, ঝুঁকি, চিকিৎসাসহ নানা বিষয়ে পরামর্শ দেন ডা. এ টি এম কামরুল হাসানউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্দরে আওয়ামী লীগ নেতা জালাল গ্রেপ্তার
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ ধর্ম বিষয়ক সম্পাদক জালাল হোসেন (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত জালাল হোসেন বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের লালখারবাগ এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে বুধবার (১২ নভেম্বর ) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা জালাল হোসনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়।
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা জালাল হোসনকে গ্রেপ্তার করে ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।