কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল
Published: 12th, November 2025 GMT
সোনারগাঁয়ে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল হাবিবপুর ঈদগাহ্ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে মোগরাপাড়া চৌরাস্তা থানা রোডসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁন।
সভাপতির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন খাঁন বলেন,“খতমে নবুওয়ত আমাদের ঈমানের মূল ভিত্তি। রাসুলুল্লাহ (সা.
কাদিয়ানিরা এই মৌলিক বিশ্বাস অস্বীকার করে ইসলামকে বিকৃত করতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারকে অনতিবিলম্বে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন,“আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহা-সম্মেলন সফল করতে সোনারগাঁবাসীকে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানাই।”
সমাবেশে বক্তারা কাদিয়ানিদের বিরুদ্ধে সামাজিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সোনারগাঁ শাখা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স ন রগ
এছাড়াও পড়ুন:
মাদক বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার মা-দাদি, সঙ্গে কারাগারে গেল কোলের শিশুও
তিন মাস পাঁচ দিন বয়সী মেয়েকে নিয়ে মাদক বিক্রি করতে গিয়ে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন গৃহবধূ ফাহিমা বেগম। সঙ্গে ছিলেন শাশুড়ি মোমেনা বেগম। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর মহল্লা থেকে মাদকসহ গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করে র্যাব। পরে থানায় মামলা করার পর দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ সময় শিশুসন্তান মায়ের কোলে ছিল। গ্রেপ্তার নারীরা হলেন জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মুনসুর হোসেনের স্ত্রী ফাহিমা বেগম (৩৫) ও তাঁর শাশুড়ি মোমেনা বেগম। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল দুপুরে আক্কেলপুরের হাস্তাবসন্তপুর এলাকায় মাদক বিক্রি করছিলেন ওই দুই নারী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭৯২টি ইনজেকশন (অ্যাম্পুল) জব্দ করা হয়। ওই দিন সন্ধ্যায় তাঁদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মাদক মামলা করে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দুই নারী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, র্যাব মাদকসহ দুই নারীকে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
জয়পুরহাট আদালতের পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে একটি শিশুও আছে।