শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব
Published: 12th, November 2025 GMT
ভারত সরকার বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক নেত্রী শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় বাংলাদেশ বুধবার (১২ নভেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে আনুষ্ঠানিকভাবে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে।
বুধবার সন্ধ্যায় এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছে।
আরো পড়ুন:
হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ সাক্ষীর জবানবন্দি শেষ
হাসিনাসহ রেহানা পরিবারের বিরুদ্ধে ৩ মামলায় ৫৪ জনের সাক্ষ্য সমাপ্ত
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন এক কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’।
ভারতীয় কূটনীতিককে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন। খবর বাসসের।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাইক্রোওয়েভ ওভেনে যেভাবে বানাবেন ডিম সবজির ক্যাসারল
উপকরণ
ডিম ৬টা
ক্যাপসিকাম ১টা
টমেটো ৩টা
পনির ১ কাপ
অলিভ অয়েল ১ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ
অরিগানো দেড় চা-চামচ
লবণ সামান্য
সাদা সস ১ কাপ
(সাদা সস বানাতে চুলার ওপরে ২ টেবিল চামচ মাখনে ১ টেবিল চামচ ময়দা দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন। লক্ষ রাখবেন যেন জমে বা পুড়ে না যায়। এবার এক কাপ দুধ ও সামান্য জায়ফলগুঁড়া দিয়ে আবার নাড়তে থাকুন। ঘন হয়ে সস তৈরি হলে চুলা বন্ধ করে দিন।)
আরও পড়ুনফ্রেঞ্চ ফ্রাই যেভাবে মচমচে করে ভাজবেন, দেখুন রেসিপি০৪ নভেম্বর ২০২৫প্রণালিসেদ্ধ আলু গোল করে কেটে রাখুন।
টমেটো ও ক্যাপসিকামের বিচি ফেলে টুকরো করে নিন।
ওভেনপ্রুফ বাটিতে জলপাই তেল ব্রাশ করে সেদ্ধ আলু বিছিয়ে নিন।
সাদা সস সামান্য ছড়িয়ে এর ওপরে টমেটো ও ক্যাপসিকাম টুকরো ছড়িয়ে দিন।
আবারও কিছুটা সাদা সস দিন। সামান্য পনিরকুচি ছড়িয়ে দিন।
একইভাবে আবারও আলু দিয়ে দুটো লেয়ার তৈরি করুন।
ওপরে একটা একটা করে ৬টা ডিম দিন।
এর ওপরে গোলমরিচের গুঁড়া, অরিগানো ছড়িয়ে কুচি করা পনির ছড়িয়ে দিন।
প্রিহিট মাইক্রোওভেনে ১০ মিনিট বেক করুন।
আরও পড়ুনথাই রেড চিকেন কোকোনাট কারির রেসিপি১০ নভেম্বর ২০২৫