নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা ৮নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (১২ নভেম্বর ) সন্ধ্যায় পাঠানটুলি মোড় থেকে নাসিক ৮নং বিএনপি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠন গুলো একসাথে হয়ে আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করেন।

‎মিছিলটি পাঠানটুলি মোড় শুরু করে মেইন রোড হয়ে চৌধুরী বাড়ি বন্ধু সিনেমার পাশের রাস্তা দিয়ে আইলপাড়া হয়ে পুনরায় পাঠানটুলি মোড়ে এসে শেষ হয়।

‎মিছিল শেষে অবস্থান কর্মসূচি পালন কালে বিএনপির নেতৃবৃন্দরা বলেন, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই বাংলায় নিষিদ্ধ সংগঠন  আওয়ামী লীগ এর কোন সমাবেশ সেমিনার এবং মিছিল মিটিং হতে দেব না। কারন এই বাংলাদেশে শান্তি চাই কোন অশান্ত সংগঠনের এই বাংলায় ঠাই নাই।

‎এসময়ে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল হাসান রোকন, সদস্য হুমায়ুন কবির টিপু, জাহাঙ্গীর মাদবর, সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ড বিএনপির সহ- সভাপতি মো.

মিয়া চান,  সোহেল খন্দকার, দুলাল, রুমেল, নুর হোসেন নুরা, ১০নং ওয়ার্ডের বিপ্লব, নারায়নঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক আকাশ, কদম রসুল কলেজ ছাত্রদলের সভাপতি সিমান্ত, সেলিম,  দিদার, বিলাস, আল-আমীন,  তন্ময়, রাব্বি, ইমতিয়াজসহ অনেকেই।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ স দ ধ রগঞ জ ব এনপ র স গঠন আওয় ম

এছাড়াও পড়ুন:

‘“দেলুপি” নিয়ে অনেক আশা’, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অভিনব প্রচারণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ বুধবার বিকেলে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। কেউ হাতে ব্যানার-পোস্টার, কেউবা রঙিন পোশাক পরে গানের তালে তালে নাচছেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’র প্রচারের অংশ হিসেবেই শিক্ষার্থীদের এমন আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস। নতুন এই সিনেমা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহও ছিল চোখে পড়ার মতো। আগামী শুক্রবার দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি এর আগে ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করে দর্শক-সমালোচকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিলেন।
আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, শহীদুল্লাহ কলাভবনসহ বিভিন্ন চত্বরে প্রচারণা চালান ‘দেলুপি’র সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা। হাতে হাতে সিনেমার পোস্টকার্ড তুলে দেন তাঁরা।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় প্রচারণা উপভোগ করছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ্দিস হাসান। তিনি বলেন, ‘“শাটিকাপ” দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছিলাম। “দেলুপি” নিয়েও অনেক আশা। তাওকীর ভাইয়ের সিনেমা মানেই বাস্তবতার কাছাকাছি কিছু।’

সিনেমার পোস্টার

সম্পর্কিত নিবন্ধ