নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেপ্তার
Published: 12th, November 2025 GMT
নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে গত ৩৬ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
তিনি বলেন, ‘‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলার পরিকল্পনা করেছিল গ্রেপ্তারকৃতরা। এর মধ্যে আড়াইহাজার থেকে গ্রেপ্তার ৮ জন পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠিসোঁটা হাতে নিয়ে সরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল। পরে তাদের হাতেনাতে ধরতে সক্ষম হই। এছাড়া, বাকিদের নাশকতার পরিকল্পনার পাশাপাশি অনেককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’’
আরো পড়ুন:
নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’: আমিনবাজারে পুলিশের তল্লাশি
১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
এদিকে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কোনো বিশৃঙ্খলার ঘটনা না ঘটে, সে জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে জেলার বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। কাউকে সন্দেহভাজন মনে হলে তল্লাশি করা হচ্ছে। মানুষের জানমাল নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
ঢাকা/অনিক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাসুদুজ্জামানের উদ্যোগে জিয়াউর রহমানের প্রমাণ্যচিত্র প্রদর্শনী
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ-এর উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, “জুলাই থেকে আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সরকারের নির্দেশে হাজারো শিশু, কিশোর ও ছাত্রজনতা হত্যা করা হয়েছে।
২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত বিএনপির হাজার হাজার নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছেন। এখন সারাদেশে একটাই দাবি—গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, আর সেই গণতন্ত্রের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাচাই-বাছাইয়ের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদকে ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা এজন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ।”
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “বিভেদ ও বিভ্রান্তি ভুলে গিয়ে আসুন, আমরা সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করি।”
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, সদস্য মো. ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মাহাবুব উল্লাহ তপন, মো. আলমগীর হোসেন, সহিদুল ইসলাম রিপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, সাবেক ছাত্রদল নেতা ইমরুল কায়েস রুমেল, জাকির হোসেন, মাহবুবুর রহমান জুলহাস, জহিরুল ইসলাম হারুন, মহিলা দল নেত্রী সাজেদা খাতুন মিতা, বিএনপি নেতা সরকার আলম, সাবেক ছাত্রদল নেতা জয়নাল আবেদীন, ছাত্রদল নেতা আরফিন তায়েফ, এম এ হানিফ, ও মোয়াজ্জেম হোসেন সাগর প্রমুখ।