জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, “এখন সবচেয়ে বড় সংকট হলো রাষ্ট্রের জনগণ থেকে বিচ্ছিন্নতা। ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা চলা শুরু করেছে। পুলিশ দিয়ে আন্দোলনকারী শিক্ষক, চিকিৎসক ও নার্সদের পিটিয়েছে। এখন সবার একটাই প্রশ্ন, সংস্কার প্রয়োজন আছে নাকি নেই। রাষ্ট্রের যে ফ্যাসিবাদী সিস্টেম, সেভাবে একটি দেশ চালানো সম্ভব নয়।”

বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

আরো পড়ুন:

জুলাই সনদ নিয়ে মতপার্থক্য, ‘সরকার প্রস্তুত সিদ্ধান্তে’

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

তিনি বলেন, “বর্তমান সরকারের মূল দায়িত্ব হলো দীর্ঘদিন বঞ্চনার শিকার মানুষের অধিকার নিশ্চিত করা। সরকারের চেয়ার মানে জনগণের দাবি বোঝা এবং সেগুলো জনগণের কাছে স্পষ্টভাবে উপস্থাপন করা। জনগণকে একটি কার্যকর স্বাস্থ্য কাঠামো দিতে হবে সরকারকে।”

তিনি অভিযোগ করে বলেন, “শোনা যাচ্ছে আওয়ামী লীগ যে মামলাগুলো দায়ের করেছে, সেগুলো হয়তো তুলে নেওয়া হবে। ১ বছরে টাকার বিনিময়ে সব মামলা তুলে নেওয়া হয়েছে, সেটার স্বীকৃতি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির ১ বছরের সফলতা চাঁদাবাজি আর মামলাবাজি—সেটাই কি জনগণের কাছে ভোট চাওয়ার পর্যাপ্ত কারণ?”

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়ার জন্য সংস্কারের দাবি জানিয়েছিলাম। কিন্তু একটি দল বেরিয়ে গেছে এই প্রক্রিয়া থেকে। দেশের বড় একটি জেনারেশন সংস্কার চায়। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, সেটাকে অবশ্যই সম্মান করতে হবে।”

তিনি বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলেন, “জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জনগণের পালস বুঝতে পেরেছিলেন এবং দেশের হাল ধরতে সক্ষম হয়েছেন। কিন্তু বর্তমানে যারা বিএনপিতে আছেন, তারা জনগণের পালস বোঝেন না। তাই তাদের প্রতি আহ্বান, ইগো না রেখে সংস্কারের পথে আসুন।”

ঢাকা/এএএম/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র ড ম হ ম মদ ইউন স এনস প জনগণ র সরক র

এছাড়াও পড়ুন:

জামায়াত দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

কিছু কিছু দল বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাত দেখিয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’’

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি রুহিয়া থানা শাখার উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

বাবাকে নিয়ে ‘গুজবের’ প্রতিবাদ ফখরুলের, সতর্ক করলেন কোরআনের আয়াত দিয়ে

পাকিস্তানি হানাদারদের সহযোগীরা দেশের স্বাধীনতাকে গিলে খাওয়ার চেষ্টা করছে

মির্জা ফখরুল বলেন, অস্থির অবস্থা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করছে নির্বাচন বিমুখ দলগুলো। তিনি পিআরসহ আরও সব অমীমাংসিত বিষয় সমাধান করে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘‘দেশের মালিক জনগণ। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সংগ্রাম করে আসছে। আগামীতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।’’

সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জব্বার। সঞ্চালনায় ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন।

ঢাকা/হিমেল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • যেখানেই আওয়ামী লীগ দেখবেন, ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন: হাসনাত আবদুল্লাহ
  • ‘আগুন–সন্ত্রাস’ দেখে ফ্যাসিবাদবিরোধী শক্তির সতর্ক হওয়া উচিত: তারেক রহমান
  • আওয়ামীলীগের নাশকতা প্রতিহত করতে সোনারগাঁয়ে মান্নানের নির্দেশে প্রস্তুত নেতৃবৃন্দ
  • জুলাই সনদ নিয়ে মতপার্থক্য, সরকার প্রস্তুত সিদ্ধান্তে
  • সন্দেহ হলে আমিনবাজারে তল্লাশি করা হচ্ছে যাত্রীদের ব্যাগ ও মুঠোফোন
  • ছাব্বিশে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে: জামায়াত আমির
  • জামায়াত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল
  • ‘যারা গণভোটের কথা বলছে, তাদের সঙ্গে হাসিনার যোগাযোগ আছে কি না দেখতে হবে’
  • জামায়াত দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল