বন্দরে হোসিয়ারী শ্রমিক আলমগীর হত্যা মামলায় এজাহার নামীয় ৪ আসামী গ্রেপ্তার হলেও রহস্য জনক কারনে মামলার অপর আসামীরা এখনও অধরা ছোয়ার বাইরে!

এদিকে গা ডাকা দেওয়া এজাহার নামীয় অন্যান্য আসামীরা  মামলার বাদিনীসহ তার পরিবারবর্গকে মামলা থেকে নাম প্রত্যাহারের জন্য হত্যার হুমকীসহ রাতের আধারে বাদীর বসত ঘরে আগুন লাগানোর হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার ( ১২ নভেম্বর) বন্দর থানা চত্তরে গণমাধ্যমকর্মীদের কাছে এমনই অভিযোগ করেন আলমগীর হত্যা মামলার বাদীনি নিহতের  ছোট বোন মোসাঃ কল্পনা বেগম।

তিনি বলেন, তার বড় ভাই আলমগীর হোসেন (৪৬)’কে হত্যা ঘটনায় তিনি বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ আরও ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

উক্ত মামলার ৫ নং আসামী জুয়েল, ৬ নং আসামী আনজু, ১৩ নং আসামী ফরহাদ ও ১৮ নং আসামী রাতুল গ্রেফতার পর কারাগারে আছে। রাতুল ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি প্রদান করেছে। মামলাটি না’গঞ্জ জেলা পিবিআই তদন্ত করছে।

এদিকে এজাহার নামীয় সালেহনগর এলাকার খলিল মিয়ার ছেলে সোহেব, বাড়ৈপাড়া এলাকার মৃত আক্কাছ উদ্দিনের ছেলে আশরাফুল প্রকাশ কালু, বড়ৈপারা এলাকার মাসুদের ছেলে মোঃ পারভেজ, শাহীমসজিদ এলাকার ফিরোজ আলীর ছেলে রিপন, বালুচর এলাকার অকিল উদ্দিনের ছেলে আমির হোসেন, শাহীমসজিদ এলাকার বছির উদ্দিনের ছেলে সুমন, শাহীমসজিদ এলাকার রমজান মাঝির ছেলে রোবেল, শাহীমসজিদ এলাকার আব্দুল ছালামের ছেলে মনির হোসেন, শাহীমসজিদ এলাকার কাশেমের ছেলে রাসেল, সালেহনগর এলাকার কামালের ছেলে সুমন ও মহিউদ্দিনের ছেলে রাসেলগং বিভিন্ন মাধ্যমে বাদীনিসহ পরিবারবর্গকে মামলা থেকে নাম কাটানোর জন্য হত্যার হুমকীসহ রাতের আধারে বাদীর বসত ঘরে আগুন লাগানোর হুমকি-ধমকি দিচ্ছে।

আসামীদের অব্যাহত হুমকির কারণে চরম নিরাপত্তা হীনতায় দিন যাপন করছে বাদীনিসহ তার পরিবারবর্গ। এ অবস্থা থেকে রেহাই পাওয়াসহ পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য জেলা পুলিশ সুপার ও বন্দর থানা অফিসার ইনচার্জের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে হত্যা মামলার বাদিনীসহ তার পরিবার।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হ মক হত য ম মল ন র য়ণগঞ জ উদ দ ন র ছ ল ব দ ন সহ র জন য পর ব র ত র পর

এছাড়াও পড়ুন:

এবার ঢাকায় ‘ঢালিউড অ্যাওয়ার্ড’

বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক-সাংস্কৃতিক অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনের লক্ষ্যে ২০০২ সাল থেকে প্রতিবছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে থাকে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। এটি আয়োজন করে থাকে শো টাইম মিউজিক অ্যান্ড প্লে। এবার এই আয়োজন ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

রবিবার (১০ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী রবি চৌধুরী, শওকত আলী ইমন, শাহনাজ বেলী, উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাসসহ অনেকে।  

আরো পড়ুন:

শাকিবের নতুন লুক, পুরোনো বিতর্ক!

শাকিবের ‘প্রিন্স’ সিনেমার জন্য অমিতাভ বচ্চনের শুভেচ্ছা

আয়োজকরা জানান, বিগত বছরগুলো এই আয়োজন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে। সাফল্যের ধারাবাহিকতায় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান আগামী ৯ জানুয়ারি ঢাকার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

প্রতিবারের মতো এই অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন শো টাইম মিউজিক অ্যান্ড প্লে-র সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির। 

আলমগীর আলম বলেন, “মাতৃভূমিতে ২৫ তম আসর হতে যাচ্ছে এতে আমি খুবই আনন্দিত। ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এক অনুভূতি, যেখানে পুরো জাতি একসঙ্গে উদযাপন করবে বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতির জয়যাত্রা।”  

শো টাইম মিউজিক অ্যান্ড প্লের পক্ষে জানানো হয়, এবারের আয়োজনের মূল উদ্দেশ্য, দেশের চলচ্চিত্র থেকে সংস্কৃতিকে বৈশ্বিক পরিসরে তুলে ধরা এবং নতুন প্রতিভাকে উৎসাহিত করা, সেই সঙ্গে ঢালিউডের গৌরবময় ঐতিহ্যকে নতুন উচ্চতায় তুলে দেওয়া। এই অনুষ্ঠানে একত্রিত করবে কিংবদন্তি তারকা, এ প্রজন্মের সৃজনশীল শিল্পীদের। 

২০২৫ সালের সেরা কাজের স্বীকৃতি স্বরূপ দেশের প্রায় ৩০ জনের বেশি তারকাকে এই পুরস্কার প্রদান করা হবে। যাতে আগামী প্রজন্ম আরো অনুপ্রাণিত ও সমৃদ্ধ হয়।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • মির্জা ফখরুল বললেন, একাত্তরে তাঁর বাবা ছিলেন ভারতে
  • এবার ঢাকায় ‘ঢালিউড অ্যাওয়ার্ড’
  • বাংলাদেশের গণমাধ্যমে তথ্য বিকৃতি, মিসকোটিং-এর মহামারি চলছে: প্রেস