গুগল ফটোজ অ্যাপে বড় ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন সুবিধা যোগ করেছে গুগল। এখন আইফোন ব্যবহারকারীরা শুধু ভয়েস বা টেক্সট প্রম্পট দেওয়ার মাধ্যমে ছবি সম্পাদনা করতে পারবেন। পিক্সেল ও অ্যান্ড্রয়েড যন্ত্রে চালুর পর এবার আইওএস সংস্করণেও যুক্ত হয়েছে এই ফিচার।

গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আইওএস সংস্করণের জন্য ফিচারটি ধাপে ধাপে চালু করা হচ্ছে। ব্যবহারকারীরা ভয়েস বা টেক্সট প্রম্পটের মাধ্যমে জানাতে পারবেন ছবিতে কী ধরনের পরিবর্তন চান। এরপর গুগল ফটোজের এআই প্রযুক্তি সেই নির্দেশনা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনা করে দেবে। নতুন হালনাগাদে আইফোন সংস্করণের গুগল ফটোজ অ্যাপে এই সুবিধা মিলবে। নতুন হালনাগাদে সম্পাদনা ইন্টারফেসেও এসেছে নকশাগত পরিবর্তন। সহজ অঙ্গভঙ্গি ও এক ট্যাপে ছবি সম্পাদনার সুবিধা পাওয়া যাচ্ছে নতুন ইন্টারফেসে। ব্যক্তিগতভাবে মানানসই সম্পাদনার মতো নতুন ফিচার যুক্ত হয়েছে। এখন ছবিতে মুখের সূক্ষ্ম পরিবর্তন, যেমন চশমা সরানো, চোখ খোলা বা হাসি যুক্ত করা আরও নিখুঁতভাবে করা সম্ভব হবে। এই প্রক্রিয়ায় ব্যবহারকারীর ব্যক্তিগত অ্যালবামে সংরক্ষিত মুখাবয়ব শনাক্তকরণ তথ্য ব্যবহার করবে অ্যাপটি।

এ ছাড়া গুগলের নতুন এআই মডেল ন্যানো বানানা যুক্ত হয়েছে গুগল ফটোজে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ছবিকে ভিন্ন ভিন্ন শিল্পধর্মী রূপে যুক্ত করতে পারবেন। যেকোনো চিত্রকর্ম, মোজাইক বা ইলাস্ট্রেশনের মতো করে রূপান্তর করা যাবে। নতুন ফিচারের মধ্যে আরও রয়েছে অ্যান্ড্রয়েড ও আইওএসে আস্ক বাটন। এটি চাপলেই ছবি সম্পাদনা বা ছবির বিষয়ে প্রশ্ন করার জন্য একটি চ্যাটবট ইন্টারফেস চালু হবে। এ ছাড়া আস্ক ফটোজ নামের টুলটি এখন ১০০টির বেশি নতুন অঞ্চলে ও ১৭টি নতুন ভাষায় চালু করা হচ্ছে বলে জানা গেছে। এই টুল ব্যবহারকারীদের গ্যালারিতে থাকা নির্দিষ্ট ছবি খুঁজে পেতে সাহায্য করে।

সূত্র: দ্য ভার্জ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

আইওএস ২৬.২ বেটা সংস্করণ উন্মুক্ত

আইওএস ২৬.১ সংস্করণ প্রকাশের পরই নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি সম্প্রতি উন্মুক্ত করেছে আইওএস ২৬.২ বেটা। আগামী মাসেই সংস্করণটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইওএস ২৬-এরপর এটিই প্রথম বড় হালনাগাদ। এতে লিকুইড গ্লাস ইন্টারফেস, অ্যাপল নিউজ, স্লিপ অ্যানালাইসিস, রিমাইন্ডার, মিউজিক অ্যাপসহ কয়েকটি ফিচারে এসেছে নতুন সংযোজন ও পরিবর্তন।

আগের সংস্করণে লিকুইড গ্লাস ইন্টারফেসে ‘টিন্টেড মোড’ চালুর মাধ্যমে পর্দার উজ্জ্বলতা নিয়ন্ত্রণের সুযোগ যুক্ত হয়েছিল। এবার নতুন সংস্করণে সেই ফিচারে আরও সূক্ষ্ম নিয়ন্ত্রণের সুবিধা যোগ করা হয়েছে। পাশাপাশি স্লিপ অ্যানালাইসিসের মানদণ্ডে পরিবর্তন, মিউজিক অ্যাপে অফলাইনে গানের লিরিক দেখার সুবিধা এবং রিমাইন্ডারে বিশেষ সতর্কতা যুক্ত করা হয়েছে।

লিকুইড গ্লাসে বাড়ছে নিয়ন্ত্রণ

আইওএস ২৬.১ সংস্করণে লিকুইড গ্লাসের স্বচ্ছতা নিয়ন্ত্রণের দুটি অপশন যুক্ত করা হয়। নতুন আইওএস ২৬.২ বেটা সংস্করণে এবার লকস্ক্রিনের ঘড়ির স্বচ্ছতা নিয়ন্ত্রণের সুযোগও যোগ হয়েছে। ব্যবহারকারীরা চাইলে ঘড়িটিকে কাচের মতো স্বচ্ছ বা একেবারে অস্বচ্ছ রাখতে পারবেন। এমনকি স্বচ্ছতার মাত্রাও নিজেদের মতো নির্ধারণ করা যাবে।

নতুন বিন্যাসে অ্যাপল নিউজ

অ্যাপল নিউজ অ্যাপের নকশায় এসেছে পরিবর্তন। এখন অ্যাপটির ওপরের অংশে চারটি অ্যাক্সেস বাটন যোগ করা হয়েছে খেলাধুলা, খাবার, ধাঁধা ও রাজনীতি বিভাগের জন্য। এতে ব্যবহারকারীরা পছন্দের বিভাগে দ্রুত প্রবেশ করতে পারবেন। নিচের অংশে যুক্ত হয়েছে নতুন ‘ফলোয়িং’ ট্যাব, যেখানে প্রিয় বিষয়, সংরক্ষিত প্রতিবেদন ও রিডিং হিস্ট্রি এক জায়গায় দেখা যাবে।

স্লিপ অ্যানালাইসিসে নতুন মানদণ্ড

অ্যাপলের স্লিপ অ্যানালাইসিস বা ‘স্লিপ স্কোর’ ফিচারের মানদণ্ডে এসেছে পরিবর্তন। আগে ০ থেকে ২৯ পয়েন্টকে খুব কম ঘুমের মান হিসেবে ধরা হতো, এখন তা বেড়ে হয়েছে ৪০ পয়েন্ট পর্যন্ত। একইভাবে, ‘উচ্চ’ঘুমের মান আগে ছিল ৭০ থেকে ৮৯ পয়েন্ট, এখন তা নির্ধারণ করা হয়েছে ৮১ থেকে ৯৫ পয়েন্টে। সর্বোচ্চ স্কোর ১০০ পয়েন্ট অপরিবর্তিত থাকছে।

অফলাইনে গানের লিরিকস দেখার সুবিধা

অ্যাপল মিউজিক অ্যাপে এসেছে বহুল প্রত্যাশিত পরিবর্তন। এখন থেকে ইন্টারনেট সংযোগ ছাড়াই গানের লিরিকস দেখা যাবে। অর্থাৎ লিরিকস ফিচারটি এখন অফলাইনে ব্যবহারযোগ্য। ইন্টারনেট ছাড়াই গান শোনার সময় লিরিকস দেখার এই সুবিধাকে ব্যবহারকারীদের জন্য বড় এক সংযোজন বলে মনে করা হচ্ছে।

রিমাইন্ডারে বিশেষ সতর্কতা

রিমাইন্ডার অ্যাপে যুক্ত হয়েছে নতুন সতর্কতাব্যবস্থা। এখন থেকে জরুরি কাজের জন্য আলাদা সতর্কতা নির্ধারণ করা যাবে। নির্দিষ্ট সময় ঘনিয়ে এলে ফোনে অ্যালার্ম বেজে ব্যবহারকারীকে সেই কাজের কথা স্মরণ করিয়ে দেবে।

সূত্র: নিউজ১৮ ডটকম

সম্পর্কিত নিবন্ধ

  • আইওএস ২৬.২ বেটা সংস্করণ উন্মুক্ত