রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজ বুধবার বিকেলে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। কেউ হাতে ব্যানার-পোস্টার, কেউবা রঙিন পোশাক পরে গানের তালে তালে নাচছেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’র প্রচারের অংশ হিসেবেই শিক্ষার্থীদের এমন আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস। নতুন এই সিনেমা নিয়ে শিক্ষার্থীদের আগ্রহও ছিল চোখে পড়ার মতো। আগামী শুক্রবার দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি এর আগে ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করে দর্শক-সমালোচকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিলেন।
আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, শহীদুল্লাহ কলাভবনসহ বিভিন্ন চত্বরে প্রচারণা চালান ‘দেলুপি’র সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা। হাতে হাতে সিনেমার পোস্টকার্ড তুলে দেন তাঁরা।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় প্রচারণা উপভোগ করছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ্দিস হাসান। তিনি বলেন, ‘“শাটিকাপ” দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছিলাম। “দেলুপি” নিয়েও অনেক আশা। তাওকীর ভাইয়ের সিনেমা মানেই বাস্তবতার কাছাকাছি কিছু।’

সিনেমার পোস্টার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ব্রোঞ্জ নিশ্চিত করলেন জাবেদ-খই খই

ইসলামিক সলিডারিটি গেমসে চতুর্থ পদক জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সৌদি আরবের রিয়াদে চলমান গেমসে আজ টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে জাবেদ আহমেদ ও খই খই মারমা জুটি এই পদক নিশ্চিত করেন।

গায়ানার সঙ্গে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে মালদ্বীপের বিপক্ষে জয় বাংলাদেশকে তুলে দিয়েছে সেমিফাইনালে। নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে ওঠা মানেই অন্তত ব্রোঞ্জ জয় নিশ্চিত। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, জাবেদ-খই খই জুটি আগামীকাল সেমিফাইনালে খেলবেন বাহরাইনের জুটির বিপক্ষে।

গেমসে এর আগে ভারোত্তোলনে তিনটি পদক জিতেছে বাংলাদেশ। তিনটিই জেতেন মারজিয়া আক্তার। একই ইভেন্টে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্কে আলাদা আলাদা পদক জিতেছেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ