নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে বিকেএমএইএ'র সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে সৃষ্ট অনাকাংখিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিমিটেড।

বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তারা বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি নীট গার্মেন্টস মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি মোহাম্মদ হাতেম মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫ দুপুরে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে আইবিডব্লিউএফ-এর উদ্যোগে আয়োজিত উদ্যোক্তা সম্মেলনে অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে বক্তব্য দেয়ার পর তিনি নির্ধারিত আসনে বসে ছিলেন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চলছিল। প্রধান অতিথির বক্তব্যের শেষ পর্যায়ে মোহাম্মদ হাতেমের সাথে অশোভন আচরণ করেন কয়েকজন যুবক। যা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে তারা আরও বলেন, মোহাম্মদ হাতেম ছোট বড় যে কোনো ব্যবসায়ীর বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বিগত সময়ে পঞ্চবটী বিসিকের সন্ত্রাস, চাদাবাজি এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।  

যারা পূর্বের বিসিক দেখেছেন তারা বর্তমান বিসিকের সুশৃংখল পরিবেশ দেখলেই এর প্রমান পাওয়া যাবে। বর্তমানে ৪৪ জন সিকিউরিটি গাড কাজ করছে। তিনটি গেইট করা হয়েছে। চতুর্থ নাম্বার গেইটটি সম্পন্ন করার অপেক্ষায় রয়েছে। যার সম্পূর্ণ অবদান মোহাম্মদ হাতেম সাহেবের।

এই গেইটগুলো যখন ছিল না তখন বিসিক অনিরাপদ ছিল। অপরাধীরা অনায়েসে বিসিকে বিচরণ করতে পারতো, বর্তমানে যা অসম্ভব।

এছাড়া ৫ আগস্টের পর গার্মেন্টস সেক্টরে অসন্তোষ দেখা দিলেও নারায়ণগঞ্জ শান্ত ছিল। এর জন্য প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্টদের নিয়ে কাজ করেছেন মোহাম্মদ হাতেম।

বিবৃতিতে তারা বলেন, আমরা বলতে চাই, বিকেমএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম একজন ব্যবসায়ি। এবং একজন ব্যবসায়ি নেতা হিসেবে তিনি ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিগত সরকারের মন্ত্রী, এমপি, সচিবদের সাথে বৈঠক করেছেন।

এবং বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের বিভিন্ন দপ্তর প্রধানদের সাথেও বৈঠক করছেন। সব সরকারের আমলেই তাকে ব্যবসায়িদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক।

কিন্তু কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক রং লাগিয়ে তাকে হেনস্তা করার অপচেষ্টা করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম হ ম মদ হ ত ম ব যবস য় সরক র

এছাড়াও পড়ুন:

বিয়ে করেছেন প্রিয়াঙ্কা জামান

বিয়ে করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। তার বরের নাম রাকিবুল হাসান। গত ৯ নভেম্বর পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 

নারায়ণগঞ্জের ছেলে রাকিবুল হাসান পেশায় ব্যবসায়ী (টেক্টটাইল ইঞ্জিনিয়ার)। বিয়ের পরের দিন নবদম্পতি ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। আগামী ২৩ নভেম্বর দেশে ফিরবেন। 

আরো পড়ুন:

ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে নায়ক হয়েছি: শুভ

দীপিকার লিভারের ২২ শতাংশ কেটে ফেলা হয়েছে

এ বিষয়ে প্রিয়াঙ্কা জামান গণমাধ্যমে বলেন, “রাকিবের সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয়। অল্প দিনের পরিচয়ে তাকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি সে কেমন মানুষ, তার মানসিকতা কেমন এবং আগামীতে আমাকে কতটা আগলে রাখতে পারবে। সবকিছু বিবেচনা করে তাকে বিয়ে করেছি। মূল কথা, বিগত দিনে যেমন মানুষের স্বপ্ন দেখেছি, রাকিব ঠিক তেমনি একজন মানুষ।”  

স্বামীর মুগ্ধতা প্রকাশ করে প্রিয়াঙ্কা জামান বলেন, “নারী জীবনের স্বপ্নই থাকে জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষ পাওয়া, রাকিব ঠিক তাই। রাকিবও আমাকে পেয়ে ভীষণ খুশি, আমি তার বিনয়ে মুগ্ধ, তার যত্নে মুগ্ধ। বিয়ের পরের দিন ওমরাহ হজ পালনের জন্য রওনা হই। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং বাকিটা জীবন সুখে-দুঃখে একসঙ্গে কাটাতে পারি। আগামী জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।” 

প্রেম নয়, পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা-রাকিব। এ তথ্য জানিয়ে রাকিব বলেন, “একটি অনুষ্ঠানে প্রথম প্রিয়াঙ্কাকে দেখি, প্রথম দেখে তাকে ভীষণ ভালো লেগেছিল। এরপর আমাদের মধ্যে দু-তিনবার দেখা হয়েছে। প্রেমের সম্পর্কে না গিয়ে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিই, যা পরবর্তীতে পারিবারিকভাবে সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি খুব খুশি।” 

ছোট ও বড় পর্দায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা জামান। এখন তার অভিনীত দুটো ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো হলো—‘কী করে বলব তোমায়’, ‘যন্ত্রণা’, ‘তবুও প্রেম দামি’।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ
  • ‘অবৈধ’ বলে হকার উচ্ছেদের যৌক্তিকতা কতটুকু
  • ৩০ সেকেন্ডে ভাঙলেন ৬৫ শসা
  • ট্রাম্পের বিজয়ের এক বছরের মধ্যেই সবখানে প্রতিরোধ
  • কুমিল্লা থেকে আলোচিত মামুন হত্যার অভিযোগে গ্রেপ্তার ২
  • সিরিয়ার জন্য সবকিছু করার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প
  • দিল্লি বিস্ফোরণ নিয়ে অতীতের মতো কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কেন দায়ী করছে না মোদি সরকার
  • বিরামপুর রেলস্টেশনে ‘মানসিক ভারসাম্যহীন’ নারীর সন্তান প্রসব
  • বিয়ে করেছেন প্রিয়াঙ্কা জামান